বছর ৫৩ প্রৌঢ় জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হন উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ৭ তারিখে কলকাতার সিএমআরআই তে নিয়ে যাওয়া হয় তাকে। ডেঙ্গি আক্রান্ত ওই প্রৌঢ়কে ভেন্টিলেশনে রাখা হয়। তাতে ও শেষ রক্ষা হল না। বুধবার রাত আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই ব্যক্তি। বুধবারের প্রশাসনিক বৈঠকে ডেঙ্গির রেড জোন গুলিকে চিহ্নিত করা হয়েছে। সেখানে সবার উপরে রয়েছে উত্তরপাড়ার নাম।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে প্রশাসনিক বৈঠক
স্বাস্থ্য দপ্তরের শেষ পরিসংখ্যান অনুযায়ী শুধু উত্তর পাড়াতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১২০০ এর উপরে। লাগাতার ক্রমবর্ধমান ডেঙ্গির বাড় বাড়ন্ত ভয় ধরাচ্ছে স্থানীয় বাসিন্দাদের মনে। এরই মধ্যে নতুন করে মৃত্যুর খবর আসায় আতঙ্কিত উত্তরপাড়া স্থানীয় বাসিন্দারা। ডেঙ্গি মোকাবিলা করার জন্য প্রশাসন যতটা তৎপর ততটাই তৎপরতার সঙ্গে আম জনতাকেও কাজ করতে হবে তবেই ডেঙ্গি মোকাবিলায় রাস টানা যাবে। জানিয়েছেন হুগলির জেলাশাসক পি দিপাপ্রিয়া।
আরও পড়ুনঃ জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ির দুর্ঘটনায় আহত তিন
ইতিমধ্যে ব্লক ও অঞ্চল স্তরে ডেঙ্গির রেড জোনে গুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গি রোধ নিয়ে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মৌসুমি বিশ্বাস জানান, উত্তরপাড়ায় ১৬,১৮,১৯ দিয়ে ডেঙ্গি শুরু হয়েছিল। মাখলায় কিছু ছিল। ১৩ নম্বরে ছিল না। একটা মৃত্যু ভয় ধরিয়ে দিয়েছে। মানুষকে সচেতন থাকার পাশাপাশি পুরসভার কর্মীরা এখন বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানাচ্ছেন।
Rahi Haldar






