TRENDING:

Hooghly News: ফের ডেঙ্গিতে মৃত্যু উত্তরপাড়ায়! মোট মৃত্যুর সংখ্যা শুধু উত্তরপাড়াতেই চার!

Last Updated:

একদিকে যখন ডেঙ্গি নিয়ে যুদ্ধকালীন বৈঠক চলছে প্রশাসনিক স্তরে ঠিক তখনই ডেঙ্গিতে মৃত্যু উত্তরপাড়ার এক ব্যক্তির। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বুধবারের প্রশাসনিক বৈঠকে জেলাশাসক জানান গত দু'সপ্তাহে হুগলি জেলায় ডেঙ্গির সংক্রমণ কম হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : একদিকে যখন ডেঙ্গি নিয়ে যুদ্ধকালীন বৈঠক চলছে প্রশাসনিক স্তরে ঠিক তখনই ডেঙ্গিতে মৃত্যু উত্তরপাড়ার এক ব্যক্তির। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বুধবারের প্রশাসনিক বৈঠকে জেলাশাসক জানান গত দু'সপ্তাহে হুগলি জেলায় ডেঙ্গির সংক্রমণ কম হয়েছে। ঠিক তখনই উদ্বেগ বাড়িয়ে সামনে এল ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর। মৃত ব্যক্তির নাম স্বপন ঘোষ। বুধবার রাতে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় তার। উত্তরপাড়ায় এই নিয়ে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা মোট চারজন। উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড ভদ্রকালীর বাসিন্দা স্বপন ঘোষে।
advertisement

বছর ৫৩ প্রৌঢ় জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হন উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ৭ তারিখে কলকাতার সিএমআরআই তে নিয়ে যাওয়া হয় তাকে। ডেঙ্গি আক্রান্ত ওই প্রৌঢ়কে ভেন্টিলেশনে রাখা হয়। তাতে ও শেষ রক্ষা হল না। বুধবার রাত আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই ব্যক্তি। বুধবারের প্রশাসনিক বৈঠকে ডেঙ্গির রেড জোন গুলিকে চিহ্নিত করা হয়েছে। সেখানে সবার উপরে রয়েছে উত্তরপাড়ার নাম।

advertisement

আরও পড়ুনঃ ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে প্রশাসনিক বৈঠক

স্বাস্থ্য দপ্তরের শেষ পরিসংখ্যান অনুযায়ী শুধু উত্তর পাড়াতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১২০০ এর উপরে। লাগাতার ক্রমবর্ধমান ডেঙ্গির বাড় বাড়ন্ত ভয় ধরাচ্ছে স্থানীয় বাসিন্দাদের মনে। এরই মধ্যে নতুন করে মৃত্যুর খবর আসায় আতঙ্কিত উত্তরপাড়া স্থানীয় বাসিন্দারা। ডেঙ্গি মোকাবিলা করার জন্য প্রশাসন যতটা তৎপর ততটাই তৎপরতার সঙ্গে আম জনতাকেও কাজ করতে হবে তবেই ডেঙ্গি মোকাবিলায় রাস টানা যাবে। জানিয়েছেন হুগলির জেলাশাসক পি দিপাপ্রিয়া।

advertisement

View More

আরও পড়ুনঃ জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ির দুর্ঘটনায় আহত তিন

ইতিমধ্যে ব্লক ও অঞ্চল স্তরে ডেঙ্গির রেড জোনে গুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গি রোধ নিয়ে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মৌসুমি বিশ্বাস জানান, উত্তরপাড়ায় ১৬,১৮,১৯ দিয়ে ডেঙ্গি শুরু হয়েছিল। মাখলায় কিছু ছিল। ১৩ নম্বরে ছিল না। একটা মৃত্যু ভয় ধরিয়ে দিয়েছে। মানুষকে সচেতন থাকার পাশাপাশি পুরসভার কর্মীরা এখন বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানাচ্ছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ফের ডেঙ্গিতে মৃত্যু উত্তরপাড়ায়! মোট মৃত্যুর সংখ্যা শুধু উত্তরপাড়াতেই চার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল