তার কাজ ছিল বড় বড় পণ্যবাহী গাড়িগুলি করে যা পণ্যদ্রব্য এসে পৌঁছায় সেগুলিকে খালি করা ও পুনরায় গাড়িগুলিতে পণ্যদ্রব্য বোঝাই করা। বেশ কয়েক বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত তিনি। রবিবার রাতেও প্রতিদিনের ন্যায় কাজে এসেছিলেন অবোধ। সাদা বালি আনলোডিং এর কাজ চলছিল ডানকুনির কল ইন্ডিয়া ফ্যাক্টরির ভিতরে। হঠাৎই ঘটে বিপত্তি।স্থানীয় এক সহকর্মী জানান, মৃত অবধ যাদব পণ্যবাহী ডাম্পার গাড়ির পিছনের চাকার দিকে দাঁড়িয়ে কাজ করছিলেন।
advertisement
আরও পড়ুনঃ প্রেমের সম্পর্ক পরিবার না মেনে নেওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুগলের!
সাদা বালি নামানোর কাজ চলছিল। হঠাৎই গাড়িটি স্টার্ট হয়ে যায়। কিছু বোঝার আগেই গাড়ির পিছনের চাকা পিষে দেয় ওই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় শোরগোল। স্থানীয় কর্মরতরা তড়িঘড়ি ওই অবস্থায় অবোধ কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে কোল ইন্ডিয়া ফ্যাক্টরিতে এসে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক গালিব ড্রাইভার ও খালাসী। কিভাবে ঘটনাটি ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Rahi Haldar