আরও পড়ুন: ২১-শে জুলাই ফের ভয়াবহ! বাসের সঙ্গে ধাক্কা! ছিটকে পড়ে তৃণমূল কর্মীরা! আহত একাধিক!
প্রতিবছর ২১ জুলাই তৃণমূল শহিদ দিবস পালন করে। আর প্রতিবছরই দূর দূরান্ত থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ সভাস্থলে পৌঁছতে পারেন না। তাঁরা এই ভাবেই দূরে বসে খাওয়া-দাওয়া করেন। আবার অনেকে কাছাকাছি কোনও পার্কে গিয়ে সময় কাটান। এবারেও তার অন্যথা হল না। সেই দলে পড়ে যান ওই মঙ্গলকোটের ৭০ জন কর্মী সমর্থক। তাঁদের যাত্রা এবার থেমে যায় হুগলির ডানকুনিতেই।
advertisement
শুক্রবার দুপুরে মঙ্গলকোটের ওই ৭০ জন তৃণমূল কর্মী সমর্থকদের পাতে পড়ল ভাত, ডাল, চাটনি, পাঁপড় আর মুরগির মাংস। একেবারে জমজমাট মেনু। সভাস্থলে পৌঁছতে না পারা নিয়ে আক্ষেপ থাকলেও দিদির বক্তব্য মোবাইলে শুনে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন ওই তৃণমূল কর্মী সমর্থকরা। পাশাপাশি উপরি পাওনা হয়ে রইল দুপুরের চড়ুইভাতি।
রাহী হালদার