আরও পড়ুন: কুকুরদের পিকনিক! এমন অদ্ভুত কাণ্ড আপনি জীবনেও দেখেননি, জানুন
ধান চাষী সন্দীপ বিশ্বাস বলেন,ধান কেটে শুকিয়ে ত্রিপল ঢাকা দিয়ে রেখেছিলাম মান্ডিতে নিয়ে যাবার জন্য।গতকাল রাত সাড়ে বারোটা পর্যন্ত ধান ছিল।সকালে উঠে দেখি নেই।বড় গাড়ি ও বেস কিছু লোক নিয়ে এসে চুরি করেছে। কারণ এতো বস্তা ধান সরাতে অনেকতক্ষণ লাগার কথা। আর ঐ সময়ের মধ্যে গৃহস্থের ঘুম ভাঙার সম্ভাবনা। পোলবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পাউনান গ্রামের বাসিন্দা রমেন হালদার বলেন,সপ্তাহখানেক ধরে পাউনান সহ আশেপাশে গ্রামে চোরের উৎপাত বেড়েছে।বাড়ি দোকান স্কুল মসজিদেও চুরি হয়েছে।কিন্তু ৫৫ বস্তা ধান চুরি পরিকল্পনা করেই করেছে।কারণ এখানে ধান জড়ো করা আছে সেটা চোরেরা জানত।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পোস্টের আলো নেভানো ছিল।গতকাল গ্রামের একজন মারা যাওয়ায় চুঁচুড়া শ্মশান ঘাটে তাকে দাহ করে ফেরে গ্রামের লোকজন রাত সারে বারোটায়।তখনও ধান ছিল।
রাহী হালদার