Dogs Picnic: কুকুরদের পিকনিক! এমন অদ্ভুত কাণ্ড আপনি জীবনেও দেখেননি, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Dogs Picnic: এক ব্যতিক্রমী পিকনিকের আয়োজন করল বৈঁচির আটচালা সংগঠন। যেখানে পিকনিক করা হয় পথ কুকুরদের নিয়ে।
হুগলি: শীত পড়তেই পিকনিক করতে ব্যস্ত বহু মানুষজন। শীতের দিনে চড়ুইভাতি বা বনভোজনের মজা আরও দ্বিগুণ হয়ে ওঠে। সেই কারণেই ছুটির দিন বা বিশেষ দিনগুলিতে এখন এলাকার সমস্ত পিকনিক স্পটে মানুষের ঢল লক্ষ্য করা যায়।
তবে এরই মধ্যে এক ব্যতিক্রমী পিকনিকের আয়োজন করল বৈঁচির আটচালা সংগঠন। যেখানে পিকনিক করা হয় পথ কুকুরদের নিয়ে। বর্ষবরণের মরশুমে যখন আনন্দে মেতে উঠেছেন সকলে সেখানে সেই আনন্দ ভাগ করে নিলেন কিছু যুবক-যুবতী মানুষের সব থেকে শ্রেষ্ঠ বন্ধু সারমেয়দের সঙ্গে।
advertisement
আরও পড়ুন: রেগে আগুন, তেলে বেগুন! স্ত্রীকে কখনই বলবেন না এই কথাগুলি, হাতেনাতে বড় ক্ষতি; সতর্ক করছে জ্যোতিষশাস্ত্র
বৈঁচি গ্রামের আটচালা একটি সামাজিক সংগঠন। মানুষের জন্য তারা যেমন কাজ করেন, তেমনই পথ সারমেয়দের নিয়েও কাজ করেন। বিনামূল্যে জলাতঙ্ক টিকা, স্বাস্থ্য পরীক্ষা সবই করে থাকে। বর্ষবরণের আগে সেই সংগঠনের সদস্যরা এক অভিনব পিকনিকের আয়োজন করেন। মাংস-ভাত রান্না করে বৈঁচি গ্রামে বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে পথ সারমেয়দের খাওয়ানো হয়।
advertisement
আরও পড়ুন: আপনার শরীরের কোথায় কোথায় তিল রয়েছে? দেহের এই অংশগুলিতে তিল থাকলে সৌভাগ্য কেউ রুখতে পারে না! জানুন
শতাধিক সারমেয় চেটেপুটে বনভোজন করে। সংগঠনের সদস্য জয় মুখোপাধ্যায় বলেন, ‘পথ সারমেয়দের জন্য আজকের দিনটা আমরা উপভোগ করলাম। সারা বছরই নানা কাজ করি। স্বাস্থ্য পরীক্ষা থেকে টিকা দেওয়া হয়। কিন্তু যাদের জন্য আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি, তাদের কথা মাথায় রেখে তাদের জন্য বেছে নেওয়া হয়েছে একটি বিশেষ দিন।’
advertisement
রাহী হালদার
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 29, 2023 4:50 PM IST