অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কলকাতার চন্দননগরের খরিসানি হাইস্কুলে আয়োজিত হয়েছিল ২৬ টির বিটিটি এর তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ। সেখানেই স্পিড কিকিং ও পুফ্সি এই দুই টি ইভেন্টে প্রতিযোগিতা করতে নামে হুগলির কোন্নগরের বাসিন্দা ৮ জন খুদে । ৮ জনের মধ্যে সাতজন এই প্রতিযোগিতা থেকে পদক জয় করে। রাজকুমার চৌধুরী, রোহিত ধলে, সর্বানী হালদার, তামান্না খাতুন, আরাধ্যা দাস, যুধাজিৎ ব্যানার্জি ও দময়ন্তী তপাদার এই সাত জন নিজেদের নামে মোট ১৪ টি পদক জয় লাভ করে।
advertisement
আরও পড়ুন: পূজার হাতেই পুজো পান দেবী দুর্গা, ‘শখে’ প্রতিবছর ঠাকুর গড়েন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
এই বিষয়ে তাদের কোচ সোমনাথ হালদার তিনি বলেন, যে সমস্ত ছোট বাচ্চাদের তিনি তাইকোয়ান্ডো শেখান তারা সকলেই খুব মনোযোগ দিয়ে তার কাছে প্র্যাকটিস করে। তার একদম খুদে চ্যাম্পিয়নদের সাফল্যে গর্বিত তার কোচও। তবে তিনি আশাবাদী শুধুমাত্র রাজ্য স্তরের প্রতিযোগিতা নয় জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও ভালো ফল করবে তার ছাত্র-ছাত্রীরা।ছেলে-মেয়েদের সাফল্যে তাদের অভিভাবক অভিভাবিকারা জানান, পুরো কৃতিত্বটাই ছাত্র এবং শিক্ষকের। তাদের ছেলে মেয়েরা আগামীতে আরও বেশি সাফল্য আনতে পারবে সে বিষয়ে আশাবাদী তারা।
রাহী হালদার