TRENDING:

Satabdi Roy: অভিনেত্রী থেকে নেত্রী হওয়া শতাব্দীর এত সম্পত্তি! হলফনামা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য

Last Updated:

Satabdi Roy: অনুব্রতর গড়ে তিনবারের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ের সম্পত্তি নিয়ে বেরিয়ে এল অজানা তথ্য। জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বীরভূম লোকসভা কেন্দ্র থেকে পর পর তিনবার জয়যুক্ত হয়ে সংসদে গিয়েছেন সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। এই বার লোকসভা নির্বাচন সামনের মাসে ১৩ তারিখ। চতুর্থ দফায় লোকসভা নির্বাচন বীরভূমে।
শতাব্দী রায়
শতাব্দী রায়
advertisement

এবারও শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের টিকিটে চতুর্থ বারের জন্য সাংসদ হওয়ার পথে পা বাড়িয়েছেন। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তিনি সোমবার মনোনয়নপত্র জমা দেন। তথ্য বলছে তিনবারের এই সাংসদের বিরুদ্ধে কোথাও কোনও রকম মামলা নেই। সোমবার তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি হলফনামা জমা দেন।

আরও পড়ুন: ‘ক্যাপ্টেন কুল’ থেকে হঠাৎ রুদ্ররূপ! ধোনিকে এভাবে কেউ দেখেনি, ভয়ঙ্কর ভিডিও এল সামনে

advertisement

সেই হলফনামা থেকেই রোজগার, মোট সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।অভিনেত্রী ২০১৮-১৯ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১৪ লক্ষ ৮১ হাজার ৪৪৩ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১১ লক্ষ ৫১ হাজার ৬৯০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৫ লক্ষ ১১ হাজার ৭১০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১১ লক্ষ ৯৩ হাজার ৮৩০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৮ লক্ষ ৩৮ হাজার ৪১০ টাকা।আবার অন্যদিকে শতাব্দী রায়ের স্বামী ২০১৮-১৯ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৫ লক্ষ ৯৯ হাজার ৯৮৯ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৫ লক্ষ ৪১ হাজার ৯৯০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১ লক্ষ ৫৩ হাজার ১০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৬ লক্ষ ৭৬০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৩ লক্ষ ৫৯ হাজার টাকা।

advertisement

View More

আরও পড়ুন: মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, ৪ দিনের মধ্যে জবাব তলব নির্বাচন কমিশনের

ওই সব বাদ দিয়ে এবার যদি মোট সম্পত্তির দিকে দেখা যায় তাহলে দেখা যাবে বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের মোট ১০ টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, ফিক্সড ডিপোজিট রয়েছে ১২টি, এছাড়াও রয়েছে মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পলিসি, নিজের নামে রয়েছে একটি গাড়ি, রয়েছে বিভিন্ন রকমের সোনা ও অন্যান্য ধাতুর অলংকার, আর এসব মিলিয়ে মোট আস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার ৭৬৯.৯৫ টাকা। শতাব্দী রায়ের স্বামীর নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮৩ লক্ষ ৭ হাজার ৭৩১.৩৭ টাকা।

advertisement

শতাব্দী রায় ও তাঁর স্বামীর যৌথভাবে ফ্ল্যাট থাকার পাশাপাশি নিজের নিজের নামেও রয়েছে ফ্ল্যাট এবং জমি। আর এই সমস্ত মিলিয়ে শতাব্দী রায়ের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৬০ লক্ষ ৭৫ হাজার টাকা এবং তাঁর স্বামীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৭০ লক্ষ টাকা। আবার অন্যদিকে, শতাব্দী রায়ের নামে ২ কোটি ১ লক্ষ ৭১ হাজার ৩৯২ টাকার লোন থাকলেও স্বামীর নামে কোনও লোন নেই। অন্যদিকে, যদি শতাব্দী রায়ের শিক্ষাগত যোগ্যতার দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে তিনি হলফনামায় উল্লেখ করেছেন তিনি কলা বিভাগের স্নাতক পাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Satabdi Roy: অভিনেত্রী থেকে নেত্রী হওয়া শতাব্দীর এত সম্পত্তি! হলফনামা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল