MS Dhoni: 'ক্যাপ্টেন কুল' থেকে হঠাৎ রুদ্ররূপ! ধোনিকে এভাবে কেউ দেখেনি, ভয়ঙ্কর ভিডিও এল সামনে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
MS Dhoni: রেগে গেলেন ধোনি! বোতল ছুড়লেন কাকে? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন মাথা ঠান্ডা বলেই তাঁর নাম হয়েছে 'ক্যাপ্টেন কুল'।
কলকাতা: রেগে গেলেন ধোনি! বোতল ছুড়লেন কাকে? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন মাথা ঠান্ডা বলেই তাঁর নাম হয়েছে ‘ক্যাপ্টেন কুল’। কিন্তু সেই ধোনিই এবার রেগে গেলেন। অন্তত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে তেমনই দেখা গিয়েছে। আর সেই ভিডিও মহূর্তে ভাইরাল হয়েছে দেশজুড়ে।
ইতিমধ্যেই দেশজুড়ে চলছে আইপিএল ২০২৪-এর সিরিজ। গত মঙ্গলবার চিপকে লখনউ সুপার জায়েন্টসের সঙ্গে খেলা ছিল ধোনির চেন্নাই সুপারকিংসের। সেখানে চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ড্রেসিং রুম থেকে খেলা দেখছিলেন এমএস। সেই সময় ক্যামেরা তাঁকে তাক করে। ধোনির অভিব্যক্তি দেখার জন্য বার বারই ক্যামেরায় তাঁকে দেখানো হয়।
advertisement
advertisement
Dhoni throwing bottle 🤣#CSKvsLSG pic.twitter.com/orBVvBixkG
— Ankur #RR (@ankurumm) April 23, 2024
ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে ধোনি রেগে গিয়ে ক্যামেরাম্যানের দিকে বোতল ছুড়ছেন। অনেকেই মনে করছেন, একাধিক বার ক্যামেরা তাঁকে তাক করায় হয়তো বিরক্ত হয়েছিলেন মাহি। সে কারণেই চটে গিয়ে ক্যামেরাম্যানের দিকে বোতল উঁচিয়ে সেই বার্তা দেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শিবম দুবে আউট হওয়ার পর দুই বল খেলতে মাঠে নেমেছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন: ধোনিকে চিঠিতে মনের কথা লিখলেন সতীর্থের অভিনেত্রী স্ত্রী, মুহূর্তে ভাইরাল মাহি-মুগ্ধের ‘পাগলামি’!
যদিও ওই ম্যাচে জিততে পারেনি চেন্নাই সুপারকিংস। ২১১ রান তাড়া করতে নেমে ৬৩ বলে লখনউয়ের স্টয়নিজের বিধ্বংসী ১২৪ রানে আশাহত হয় চেন্নাই। পয়েন্ট টেবিলে এখন এলএসজি চতুর্থ স্থানে ও চেন্নাই রয়েছে পঞ্চমে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2024 3:04 PM IST