MS Dhoni: ধোনিকে চিঠিতে মনের কথা লিখলেন সতীর্থের অভিনেত্রী স্ত্রী, মুহূর্তে ভাইরাল মাহি-মুগ্ধের 'পাগলামি'!

Last Updated:

MS Dhoni: ৪২ বছরের ধোনিকে নিয়ে উত্তেজনার পারদ এতটুকুও কমেনি ভক্তমহলে। এবারের আইপিএল মরসুমেও মাঠে নামলেই টের পাওয়া যায় সেই উন্মাদনার আঁচ।

ধোনির অন্ধভক্ত কোন সতীর্থের অভিনেত্রী স্ত্রী?
ধোনির অন্ধভক্ত কোন সতীর্থের অভিনেত্রী স্ত্রী?
কলকাতা: এম এস ধোনির ভক্ত গোটা বিশ্বজুড়ে। ৪২ বছরের ধোনিকে নিয়ে উত্তেজনার পারদ এতটুকুও কমেনি ভক্তমহলে। এবারের আইপিএল মরসুমেও মাঠে নামলেই টের পাওয়া যায় সেই উন্মাদনার আঁচ। কে বলবে পাঁচ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে ফেলেছেন? অবসরে শুধু খেলেনে টেনিস-গল্ফ। আর পেশাদার ক্রিকেট বলতে আইপিএল।
এমনই ধোনির অন্ধভক্ত শিবম দুবের স্ত্রী অঞ্জুম খান। চেন্নাই সুপারকিংসের স্টার শিবম ও ধোনির সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে আবেগঘন চিঠি লিখেছেন অঞ্জুম। আর মুহূর্তে সেই চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চিঠিতে অঞ্জুমের দাবি, ধোনির জন্যই তাঁর ক্রিকেটের প্রতি আকৃষ্ট হওয়া। তার আগে পর্যন্ত খেলা দেখলেও সেভাবে পাগলামি ছিল না।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Anjum Khan (@anjum1786)

advertisement
কিন্তু মাহিকে যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক করা হয়, তখন থেকেই তিনি অন্ধভক্ত হয়ে ওঠেন। ভারতের যেখানেই ম্যাচ পড়ুক না কেন, অঞ্জুম চলে যেতেন ম্যাচ দেখতে। ২০২২ সালে শিবমকে দলে নিয়েছিল চেন্নাই। তার আগে আইপিএলে সেভাবে সফল হতে পারেননি ভারতীয় অলরাউন্ডার। বলা যায়, ধোনির হাতেই নতুন জন্ম ঘটে শিবমের। আর তাঁর স্ত্রী অঞ্জুম বহুদিন ধরেই ধোনির ভক্ত।
advertisement
সোশ্যাল মিডিয়ায় তিনি আরও লেখেন, ‘আমার কাছে ধোনি মানেই ক্রিকেট আর ক্রিকেট মানেই ধোনি। ওকে আমি এতটাই সম্মান করি। সত্যি কথা বলতে, ধোনি একটা আবেগের নাম। এ বছর আমি ফের মুগ্ধ হয়ে গিয়েছি। ধোনিকে চুল বড় করতে দেখে মন খারাপও হচ্ছে। মনে হচ্ছে, সময় কত তাড়াতাড়ি চলে যায়। যেন পুরো ছোটবেলাটা এক ঝলকে ফিরে এল। কিন্তু আজও আমি সেই বিশ্বাসটাই রাখি। সবাই আউট হয়ে গেলেও মাহি আছে। ও ঠিক ম্যাচ জিতিয়ে দেবে। মাহি থাকলে সব সম্ভব।’ এরই সঙ্গে অঞ্জুম বলেছেন, ক্রিকেট মাঠে শিবম নামলে তিনি যতটা আনন্দ পান, তার থেকেও বেশি খুশি হন ধোনিকে দেখলে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni: ধোনিকে চিঠিতে মনের কথা লিখলেন সতীর্থের অভিনেত্রী স্ত্রী, মুহূর্তে ভাইরাল মাহি-মুগ্ধের 'পাগলামি'!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement