TRENDING:

Lok Sabha Elections 2024: শেষ দফায় এসে দাঁড়াল লোকসভা নির্বাচন! বারাণসীতে মোদি থেকে ডায়মন্ড হারবারে অভিষেক, হেভিওয়েটদের ভাগ্যপরীক্ষা আজ

Last Updated:

নজর থাকছে দমদমও। সম্প্রতি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন দমদম কেন্দ্রে তলায় তলায় জোট হয়েছে বাম-বিজেপির৷ সেই দমদেম তৃণমূল প্রার্থী তিনবারের সৌগত রায়। এই আসনে লড়াই সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দেখতে দেখতে সপ্তম তথা শেষ দফায় এসে দাঁড়িল চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ৷ আর শেষ দফায় ভাগ্য পরীক্ষায় নামতে চলেছেন বাঘা বাঘা সব নেতা৷ বারাণসী থেকে নরেন্দ্র মোদি থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন ভোট পরীক্ষায় বসছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, লালু প্রসাদের কন্যা মিসা ভারতী এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও৷ পশ্চিমবঙ্গে সৌগত রায়, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথমসারির নেতাদের ভাগ্যপরীক্ষা আজ৷ তালিকায় রয়েছেন বামেদের সুজন চক্রবর্তী, সায়রা শাহ হালিম, সৃজন ভট্টাচার্যের নাম৷ উত্তর কলকাতার পছন্দের সিট থেকে লড়ছেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়ও৷
advertisement

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

এক্সিট পোল ২০২৪ লোকসভা নির্বাচনেরএক্সিট পোল ২০২৪ পশ্চিমবঙ্গ নির্বাচন

লোকসভা নির্বাচনের পাশাপাশি ভোটগ্রহণ হচ্ছে বরানগর বিধানসভা কেন্দ্রেও৷ সেখানে কাউন্সিলর থেকে বিধায়ক হওয়ার দৌড়ে রয়েছেন বিজেপিক সজল ঘোষ৷ তাঁর বিরুদ্ধে রয়েছেন তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বামেদের তন্ময় ভট্টাচার্য৷

advertisement

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

শেষ তথা সপ্তম দফায় পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে মোট ৯টি কেন্দ্রে৷ ভোটগ্রহণ চলছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে ভোট৷

আরও পড়ুন: আজ শেষ দফার ভোট, ভাগ্যপরীক্ষা মোদি, অভিষেকের

লোকসভা নির্বাচনের সপ্তম দফায় দেশের আটটি রাজ্যে ৫৭টি আসনে ভোট রয়েছে৷ ১ জুন ভাগ্যপরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উত্তর প্রদেশের হেভিওয়েট কেন্দ্র বারাণসীতে তিনি পদ্ম প্রার্থী। হিমাচল প্রদেশের মাণ্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতেরও ভাগ্যপরীক্ষা এদিন। বাংলার কথা ধরলে ডায়মন্ড হারবারের দিকেও নজর থাকবে সকলের। কারণ সেখানে তৃণমূলের প্রার্থী দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

advertisement

নজর থাকছে দমদমও। সম্প্রতি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন দমদম কেন্দ্রে তলায় তলায় জোট হয়েছে বাম-বিজেপির৷ সেই দমদেম তৃণমূল প্রার্থী তিনবারের সৌগত রায়। এই আসনে লড়াই সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের।

আরও পড়ুন: নির্বাচন শেষ হলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, হিংসা ঠেকাতে সিদ্ধান্ত কমিশনের

advertisement

বাংলার নজর থাকবে বসিরহাটের দিকেও। সন্দেশখালির বিক্ষোভের ঘটনার পরে নানা ঘটনাপ্রবাহ বয়ে গিয়েছে সন্দেশখালির খাল ধরে৷ সামনে এসেছে একাধিক ভিডিও৷ যদিও সেই সমস্ত ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ সেই সন্দেশখালিতে বিজেপি বাজি রেখেছে প্রতিবাদী রেখা পাত্রের উপরে৷ রেখা পাত্রের বিরুদ্ধে এখানে সিপিএম প্রার্থী করেছে সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হওয়া নিরাপদ সর্দারকে৷ তবে তৃণমূলের হাজি নুরুল ইসলাম অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী৷

advertisement

২০০৯ সালে প্রথম লোকসভা নির্বাচনে জয়ী হন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। পঞ্চায়েত স্তর থেকে জেলা পরিষদ পর্যন্ত জনপ্রতিনিধি হওয়া ছোট জাগুলিয়ার বাসিন্দা নুরুলকে প্রার্থী করে সাফল্য পেয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হজ কমিটির চেয়ারম্যান নুরুল প্রার্থী হিসাবে বসিরহাটের তৃণমূল কর্মীদের কাছে ‘গ্রহণযোগ্য’বলেই পরিচিত তৃণমূলের অন্দরে৷ এখন দেখা যাক বিজেপির রেখা পাত্র আদৌ সন্দেশখালিতে দাঁত ফোটাতে পারেন কি না৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সপ্তম দফার নির্বাচনে পঞ্জাবের ১৩টি আসনে, হিমাচল প্রদেশে ৪টি আসনে, উত্তরপ্রদেশের ১৩টি কেন্দ্রে, বিহারের ৮টিতে, ওড়িশার ৩টিতে, ঝাড়খণ্ড ও চণ্ডীগড়ের ৩টি আসনে হবে ভোটগ্রহণ৷ এছাড়া, ওড়িশার বাকি ৪২টি কেন্দ্রে সে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আজ৷ সঙ্গে বরাহনগরে সহ হিমাচল প্রদেশের ৬টি আসনে শনিবারই হবে বিধানসভা উপ নির্বাচন৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024: শেষ দফায় এসে দাঁড়াল লোকসভা নির্বাচন! বারাণসীতে মোদি থেকে ডায়মন্ড হারবারে অভিষেক, হেভিওয়েটদের ভাগ্যপরীক্ষা আজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল