West Bengal Exit Poll 2024 LIVE: বাংলায় বিজেপি পেতে পারে ২১-২৪ আসন, তৃণমূল ১৮-২১! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

Last Updated:

West Bengal Lok Sabha Election Exit Poll 2024 Result: শনিবার শেষ হল সপ্তম দফা লোকসভা নির্বাচন ২০২৪। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের জন্য বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোল শুরু হয়ে গেল। বিভিন্ন সমীক্ষক সংস্থার হিসেবে ১ জুন ২০২৪-এই ইঙ্গিত মিলবে রাজ্যের ৪২ আসনে কোথায় কে এগিয়ে। প্রকাশ্যে এল বাংলার ৪২ আসনের বুথ ফেরত সমীক্ষার ফল।

এক্সিট পোল ২০২৪
এক্সিট পোল ২০২৪

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ এক্সিট পোল : শনিবার শেষ হল সপ্তম দফা লোকসভা নির্বাচন ২০২৪। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের জন্য বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোল শুরু হয়ে গেল।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

বিভিন্ন সমীক্ষক সংস্থার হিসেবে ১ জুন ২০২৪-এই ইঙ্গিত মিলবে রাজ্যের ৪২ আসনে কোথায় কে এগিয়ে। বাংলায় কোন দল কতগুলো আসনে এগিয়ে তার মোটামুটি ভাবে একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে বুথ ফেরত সমীক্ষায়। অ্যাক্সিস মাই ইন্ডিয়া, সি ভোটার, চাণক্য-র মতো একাধিক সংস্থা বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেবে রাজ্যের ৪২ আসনে কে কোথায় এগিয়ে, কোন আসন কার দখলে। তামাম বুথ ফেরত সমীক্ষার ফলাফলের জন্য এই প্রতিবেদনে চোখ রাখুন।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

Jun 01, 20249:24 PM IST

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলে কে কত আসন পাবে?

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলে বিজেপি পেতে পারে ২৬ থেকে ৩১ এবং তৃণমূল পেতে পারে ১১ থেকে ১৪টি আসন।

Jun 01, 20248:50 PM IST

বাংলায় ৪২ আসনে সি ভোটারের এক্সিট পোলে কে কত আসন পাবে?

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় বলছে বাংলায় তৃণমূল পেতে পারে ১৩ থেকে ১৭টি আসন, বিজেপি ২৩ থেকে ২৭ আসন, বাম-কংগ্রেস ১ থেকে তিন। তবে বুথ ফেরত সমীক্ষা ‘ধ্রুব সত্য’ নয়। অনেক সময় দেখা গিয়েছে তা ১০০ শতাংশই বদলে গিয়েছে।

Jun 01, 20248:49 PM IST

বাংলায় ৪২ আসনে Jan Ki Baat-এর এক্সিট পোলে কে কত পাবে?

Jan Ki Baat-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে তৃণমূল ১৬ থেকে ১৮টি, বিজেপি ২১ থেকে ২৬টি এবং বাম কংগ্রেস জোট ৩টি আসন পেতে পারে।

advertisement
Jun 01, 20249:22 PM IST

নিউজ ১৮ মেগা এক্সিট পোলে কত আসন পাবে তৃণমূল?

নিউজ ১৮ মেগা এক্সিট পোলের সমীক্ষায় পশ্চিমবঙ্গের ৪২ আসনে তৃণমূল পেতে পারে ১৮ থেকে ২১ টি আসন।

Jun 01, 20248:42 PM IST

নিউজ ১৮ মেগা এক্সিট পোলে কত আসন পাবে বিজেপি?

নিউজ ১৮ মেগা এক্সিট পোলের সমীক্ষায় পশ্চিমবঙ্গের ৪২ আসনে বিজেপি পেতে পারে ২১ থেকে ২৪ টি আসন।

Jun 01, 20248:32 PM IST

কলকাতার দুই কেন্দ্রে ভোটদানের হার সমান

কলকাতা দক্ষিণে ৩৯.৭ শতাংশ এবং কলকাতা উত্তরে ৩৯.৪৮ শতাংশ ভোট পড়েছে।

advertisement
Jun 01, 20248:27 PM IST

২০১৯-এ কেমন ছিল তৃণমূল-বিজেপির ভোটের হার?

সেবারে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৪৩.৭ শতাংশ। বিজেপি পেয়েছিল ৪০.৬ শতাংশ ভোট। ওই ভোটে বিজেপির শতকরা প্রায় ১৬ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছিল। অন্যদিকে ১৬.৭২ শতাংশ ভোট কমেছিল বামেদের। বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৭.৫ শতাংশ। কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৫.৭ শতাংশ।

Jun 01, 20248:22 PM IST

কোন কেন্দ্রে কত ভোট পড়ল?

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত দমদমে ভোট পড়েছে ৪১.০৯ শতাংশ। এ ছাড়াও বারাসতে ৪৭.৪৯ শতাংশ, জয়নগরে ৪৮.২৭ শতাংশ, মথুরাপুরে ৪৭.০৩ শতাংশ, ডায়মন্ড হারবারে ৪৭.৩৩ শতাংশ। যাদবপুরে ৪৩.২৫ শতাংশ, কলকাতা দক্ষিণে ৩৯.৭ শতাংশ এবং কলকাতা উত্তরে ৩৯.৪৮ শতাংশ ভোট পড়েছে।

Jun 01, 20247:51 PM IST

২০১৯-এর লোকসভা ফল কী ছিল?

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূল ২২, বিজেপি ১৮ এবং কংগ্রেস ২টি আসনে জয়ী হয়েছিল।

advertisement
Jun 01, 20247:27 PM IST

বাংলাই ভোটদানের হারে শীর্ষে দেশের

বিকেল ৫টা পর্যন্ত বাংলাই ভোটদানের হারে শীর্ষে দেশের মধ্যে, সবচেয়ে বেশি ভোট পড়ল বসিরহাটে

Jun 01, 20247:12 PM IST

সপ্তম দফা লোকসভা ভোটে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে: শুভেন্দু

‘আজ ৯টি কেন্দ্রে ভোট হয়েছে মনটা ওই দিকে পরে আছে। সন্দেশখালিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, শাহজাহানের বংশধরগুলি চালিয়েছে। অনেকে আহত হয়েছে, একজন মৃত্যুসজ্জায়। গতকাল সন্ধ্যার পরে মমতার পুলিশ যা করেছে, কী ঘটনা ঘটেছে একটু পরে আপনারা খবর পাবেন। বাছাই করা পুলিশ সব গিয়েছিল। গোসাবা, কুলতলির প্রান্তিক মানুষ যেখানে সেখানে অত্যাচার করেছে। আজ যাতে ৯টা সিট তুলে দেওয়া যায় সব ব্যবস্থা করেছে। আমাদের প্রার্থীরা কেউ বাড়িতে বসে ভোট করিনি। বরাহনগর কি হয়েছে আপনারা দেখেছেন, ডায়মন্ড হারবারে দেখেছেন আমাদের প্রাথীকে আটকে রেখেছিল। আজ পশ্চিমবঙ্গে রক্তাত নির্বাচন হয়েছে। পুলিশ নির্ভর একটা পার্টি।’ দাবি শুভেন্দুর।

Jun 01, 20246:56 PM IST

বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার বাংলায়

শনিবার সপ্তম দফা ভোটের হার বাংলায় ৬৯.৮৯ শতাংশ।

advertisement
Jun 01, 20245:56 PM IST

৪ জুন লোকসভা ফলাফলের আগে এক্সিট পোল

বাংলায় কোন দল কতগুলো আসনে এগিয়ে তার মোটামুটি ভাবে একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে বুথ ফেরত সমীক্ষায়। তামাম বুথ ফেরত সমীক্ষার ফলাফলের জন্য এই এক্সিট পোলে চোখ রাখুন এবং সন্ধে সাড়ে ৬টার পর থেকে, মাঝে মাঝে রিফ্রেশ করুন।

Jun 01, 20245:13 PM IST

৪২ কেন্দ্রের লোকসভা আসনের এক্সিট পোল

পশ্চিমবঙ্গের ৪২টি আসনের জন্য বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোল শুরু হয়ে গেল। বিভিন্ন সমীক্ষক সংস্থার হিসেবে ১ জুন ২০২৪-এই ইঙ্গিত মিলবে রাজ্যের ৪২ আসনে কোথায় কে এগিয়ে। বাংলায় কোন দল কতগুলো আসনে এগিয়ে তার মোটামুটি ভাবে একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে বুথ ফেরত সমীক্ষায়।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Exit Poll 2024 LIVE: বাংলায় বিজেপি পেতে পারে ২১-২৪ আসন, তৃণমূল ১৮-২১! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement