পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ এক্সিট পোল : শনিবার শেষ হল সপ্তম দফা লোকসভা নির্বাচন ২০২৪। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের জন্য বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোল শুরু হয়ে গেল।
বিভিন্ন সমীক্ষক সংস্থার হিসেবে ১ জুন ২০২৪-এই ইঙ্গিত মিলবে রাজ্যের ৪২ আসনে কোথায় কে এগিয়ে। বাংলায় কোন দল কতগুলো আসনে এগিয়ে তার মোটামুটি ভাবে একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে বুথ ফেরত সমীক্ষায়। অ্যাক্সিস মাই ইন্ডিয়া, সি ভোটার, চাণক্য-র মতো একাধিক সংস্থা বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেবে রাজ্যের ৪২ আসনে কে কোথায় এগিয়ে, কোন আসন কার দখলে। তামাম বুথ ফেরত সমীক্ষার ফলাফলের জন্য এই প্রতিবেদনে চোখ রাখুন।
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলে বিজেপি পেতে পারে ২৬ থেকে ৩১ এবং তৃণমূল পেতে পারে ১১ থেকে ১৪টি আসন।
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় বলছে বাংলায় তৃণমূল পেতে পারে ১৩ থেকে ১৭টি আসন, বিজেপি ২৩ থেকে ২৭ আসন, বাম-কংগ্রেস ১ থেকে তিন। তবে বুথ ফেরত সমীক্ষা ‘ধ্রুব সত্য’ নয়। অনেক সময় দেখা গিয়েছে তা ১০০ শতাংশই বদলে গিয়েছে।
Jan Ki Baat-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে তৃণমূল ১৬ থেকে ১৮টি, বিজেপি ২১ থেকে ২৬টি এবং বাম কংগ্রেস জোট ৩টি আসন পেতে পারে।
নিউজ ১৮ মেগা এক্সিট পোলের সমীক্ষায় পশ্চিমবঙ্গের ৪২ আসনে তৃণমূল পেতে পারে ১৮ থেকে ২১ টি আসন।
নিউজ ১৮ মেগা এক্সিট পোলের সমীক্ষায় পশ্চিমবঙ্গের ৪২ আসনে বিজেপি পেতে পারে ২১ থেকে ২৪ টি আসন।
কলকাতা দক্ষিণে ৩৯.৭ শতাংশ এবং কলকাতা উত্তরে ৩৯.৪৮ শতাংশ ভোট পড়েছে।
সেবারে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৪৩.৭ শতাংশ। বিজেপি পেয়েছিল ৪০.৬ শতাংশ ভোট। ওই ভোটে বিজেপির শতকরা প্রায় ১৬ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছিল। অন্যদিকে ১৬.৭২ শতাংশ ভোট কমেছিল বামেদের। বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৭.৫ শতাংশ। কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৫.৭ শতাংশ।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত দমদমে ভোট পড়েছে ৪১.০৯ শতাংশ। এ ছাড়াও বারাসতে ৪৭.৪৯ শতাংশ, জয়নগরে ৪৮.২৭ শতাংশ, মথুরাপুরে ৪৭.০৩ শতাংশ, ডায়মন্ড হারবারে ৪৭.৩৩ শতাংশ। যাদবপুরে ৪৩.২৫ শতাংশ, কলকাতা দক্ষিণে ৩৯.৭ শতাংশ এবং কলকাতা উত্তরে ৩৯.৪৮ শতাংশ ভোট পড়েছে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূল ২২, বিজেপি ১৮ এবং কংগ্রেস ২টি আসনে জয়ী হয়েছিল।
বিকেল ৫টা পর্যন্ত বাংলাই ভোটদানের হারে শীর্ষে দেশের মধ্যে, সবচেয়ে বেশি ভোট পড়ল বসিরহাটে
‘আজ ৯টি কেন্দ্রে ভোট হয়েছে মনটা ওই দিকে পরে আছে। সন্দেশখালিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, শাহজাহানের বংশধরগুলি চালিয়েছে। অনেকে আহত হয়েছে, একজন মৃত্যুসজ্জায়। গতকাল সন্ধ্যার পরে মমতার পুলিশ যা করেছে, কী ঘটনা ঘটেছে একটু পরে আপনারা খবর পাবেন। বাছাই করা পুলিশ সব গিয়েছিল। গোসাবা, কুলতলির প্রান্তিক মানুষ যেখানে সেখানে অত্যাচার করেছে। আজ যাতে ৯টা সিট তুলে দেওয়া যায় সব ব্যবস্থা করেছে। আমাদের প্রার্থীরা কেউ বাড়িতে বসে ভোট করিনি। বরাহনগর কি হয়েছে আপনারা দেখেছেন, ডায়মন্ড হারবারে দেখেছেন আমাদের প্রাথীকে আটকে রেখেছিল। আজ পশ্চিমবঙ্গে রক্তাত নির্বাচন হয়েছে। পুলিশ নির্ভর একটা পার্টি।’ দাবি শুভেন্দুর।
শনিবার সপ্তম দফা ভোটের হার বাংলায় ৬৯.৮৯ শতাংশ।
বাংলায় কোন দল কতগুলো আসনে এগিয়ে তার মোটামুটি ভাবে একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে বুথ ফেরত সমীক্ষায়। তামাম বুথ ফেরত সমীক্ষার ফলাফলের জন্য এই এক্সিট পোলে চোখ রাখুন এবং সন্ধে সাড়ে ৬টার পর থেকে, মাঝে মাঝে রিফ্রেশ করুন।
পশ্চিমবঙ্গের ৪২টি আসনের জন্য বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোল শুরু হয়ে গেল। বিভিন্ন সমীক্ষক সংস্থার হিসেবে ১ জুন ২০২৪-এই ইঙ্গিত মিলবে রাজ্যের ৪২ আসনে কোথায় কে এগিয়ে। বাংলায় কোন দল কতগুলো আসনে এগিয়ে তার মোটামুটি ভাবে একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে বুথ ফেরত সমীক্ষায়।