নয়াদিল্লি: পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের উৎসব৷ ভোটদাতার বিচারে পৃথিবীতে লোকতন্ত্রের বৃহত্তম ভোটদান প্রক্রিয়া চলে এই ভারতবর্ষে৷ এর আগে ১৭টি লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে৷ এ বার দেশে ১৮ তম লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে৷ সাত দফার ভোটে মোটের উপর শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন প্রক্রিয়া চলেছে গোটা দেশজুড়েই৷ গত ১ জুন ছিল শেষ দফার নির্বাচন৷ আর তারই ফলাফল প্রকাশিত হতে চলেছে আজ, অর্থাৎ ৪ জুন (লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট)৷
দেশের পরবর্তী সরকার কারা গড়তে চলেছে তা নিয়ে জল্পনার শেষ নেই৷ তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়বেন নরেন্দ্র মোদি নাকি পালের হাওয়া উল্টো দিকে বইয়ে দিতে পারবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, তা নিয়ে নানা জল্পনা রয়েছে৷ কংগ্রেসের সভাপতি শেষ দফার ভোটগ্রহণের দিন তো সাংবাদিকদের বলেই দিয়েছেন, দেশজুড়ে ২৯৫-এর বেশি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট৷
যদিও, বুথ ফেরত সমীক্ষার বেশিরভাগ অংশ কিন্তু এনডিএ জোটের দিকেই পাল্লা ভারী বলে জানিয়েছে৷ প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষাতেই বলা হয়েছে, এ বারেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ৷ ৩৫০-এর কাছাকাছি বা তার বেশি আসন দিয়েছে অধিকাংশ সমীক্ষক সংস্থা৷ এখন দেখার, চূড়ান্ত ফলে (নির্বাচন রেজাল্ট ২০২৪) সেই পরিসংখ্যান কোথায় গিয়ে দাঁড়ায়৷
জয় জগন্নাথ বলে বিজেপির সদর দফতর থেকে বক্তব্য শুরু করলেন নরেন্দ্র মোদি৷ তিনি দেশবাসীকে ধন্যবাদ জানালেন৷ পাশাপাশি, তিনি দেশের জাতীয় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানালেন তিনি৷ পাশাপাশি তিনি তৃতীয় বারের জন্য এনডিএ জোটকে সরকারে বসানোর জন্যও ধন্যবাদ জানান৷
People have placed their faith in NDA, for a third consecutive time! This is a historical feat in India’s history.
I bow to the Janata Janardan for this affection and assure them that we will continue the good work done in the last decade to keep fulfilling the aspirations of…
— Narendra Modi (@narendramodi) June 4, 2024
सपा के सभी कार्यकर्ता व फ़र्रुख़ाबाद के सपा प्रत्याशी, ज़िलाधिकारी द्वारा मतगणना में की गयी धांधली को लेकर डटे रहें। हमारी अपील पर चुनाव आयोग तुरंत संज्ञान ले रहा है। जीत का सर्टिफिकेट लेकर ही निकलें।
शांति से सही परिणाम घोषित होने या दुबारा मतगणना तक डटे रहें। हमारी जीत कोई…
— Akhilesh Yadav (@yadavakhilesh) June 4, 2024
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধি জানালেন, আমি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করব, কোন আসনে আমার সাংসদপদ রাখব৷ সেটি কথা বলে আমি সিদ্ধান্ত নেব৷
সরকার গড়ার দাবি করবে কংগ্রেস? বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে ঠিক হবে সিদ্ধান্ত, বললেন রাহুল গান্ধি
মল্লিকার্জুন খাড়গে বললেন, এই ভোটের ফল আসলে জনতায় জয়, লোকতন্ত্রের জয়৷ এটি আসলে মোদি ভার্সেস জনতার ছিল৷ এ বার জনতা কোনও একটি রাজনৈতিক দলকে সংখ্যাগরিষ্ঠতা দেয়নি৷ এটি আসলে মোদির রাজনৈতিক পরাজয়৷ নৈতিক পরাজয়৷
উত্তরপ্রদেশের ফৈজাবাদে পরাস্ত হল বিজেপি৷ উল্লেখ্য, এই আসনটির ভিতরেই পরে রামভূমি অযোধ্যা৷ আর সেখানেই হেরে গেল গেরুয়া শিবির৷
তাঁরা দু’জনেই এনডিএ শরিক৷ কিন্তু দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের হাতে৷ ফলে এই দু জনের সমর্থন যেদিকে যাবে, তাঁরাই দিল্লিতে সরকার গঠনের পথে অনেকটা এগিয়ে যাবে তা স্পষ্ট৷
সূত্রের খবর, ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি যেতেই নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে৷ ইন্ডিয়া জোটের পক্ষে এই দুই নেতাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপি নেতা শরদ পাওয়াকে৷ সূত্রের খবর, ইতিমধ্যেই নাইডু এবং নীতীশের সঙ্গে যোগাযোগ করেছেন পাওয়ার – পড়ুন বিস্তারিত
নীতীশ-নায়ডুর হাতেই চাবিকাঠি? ইন্ডিয়া জোটের হয়ে মাঠে পাওয়ার, ফোন ঘোরালেন মোদিও
INDIA will finish the unfinished business of 2014:
1. On Feb 14th 2014, Prime Minister Dr. Manmohan Singh pledged special category status to the new state of Andhra Pradesh for 5 years. BJP leader Venkaiah Naidu countered by saying BJP if elected to power will extend it for 10… pic.twitter.com/ylVMi4BncP
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 4, 2024
একে একে চূড়ান্ত ফল এ বার আসতে শুরু করেছে৷ তারকা প্রার্থীদের মধ্যে জিতেছেন রাজনাথ সিং, নীতিন গড়করি৷ ত্রিপুরায় জিতেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এ ছাড়া পূরী কেন্দ্রে জয় পেয়েছেন বিজেপির প্রার্থী সম্বিত পাত্র৷
কেরলে খাতা খুলল বিজেপি৷ কেরলে থিসুর আসন থেকে জিতলেন সুরেশ গোপী৷ আর সেই রাজ্যেই জয় পেলেন কংগ্রেসের প্রার্থী শশী থারুর৷ প্রথমে পিছিয়ে থাকলেও শেষে জয় পেলেন শশী৷
অমেঠিতে বিপর্যয়ের মুখে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ সেখানে কিশোরী লাল শর্মা কার্যত পর্যুদস্ত করেছেন স্মৃতি ইরানিকে৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, এই জয়ের সম্পূর্ণ কৃতিত্ব গান্ধিদের৷ তাঁরা দীর্ঘদিন ধরে অমেঠিকে কংগ্রেসের গড় হিসাবে তৈরি করেছেন৷
পূর্ব ঘোষণা মতোই বিজেপির সদর দফতরে হাজির হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই মতো লোকসভার নির্বাচনের পরেই সদর দফতরে হাজির হবেন তিনি৷ সেখানে দলের নীতি নির্ধারণে কথা বলবেন নরেন্দ্র মোদি৷
মহারাষ্ট্রে ফল যা এসেছে, তাতে দেখা গিয়েছে, বিজেপি জোটের থেকে অনেকটা ভাল ফল করেছে বিরোধী জোট৷ বিরোধী জোটের বৈঠক রয়েছে বুধবারই৷ আর তার আগেই দিল্লিতে উড়ে যাচ্ছেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে৷ সেখানে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷