Lok Sabha Elections 2024: নির্বাচন শেষ হলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, হিংসা ঠেকাতে সিদ্ধান্ত কমিশনের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Lok Sabha Elections 2024: নির্বাচন শেষ হলেই চলে যাবে না কেন্দ্রীয় বাহিনী, বরং রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে ভোটের ফল বেরোনোর পরেও। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
কলকাতা: নির্বাচন শেষ হলেই চলে যাবে না কেন্দ্রীয় বাহিনী, বরং রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে ভোটের ফল বেরোনোর পরেও। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
১ জুন অর্থাৎ শনিবার রাজ্যে শেষ দফা লোকসভা নির্বাচন। সেই দিন রাজ্যের ৯টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৩৩০০০ রাজ্য পুলিশ মোতায়েন করবে। শুধু কলকাতা পুলিশ এলাকাতেই মোতায়েন করা হবে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ১১০০০ রাজ্য পুলিশ। শুধু তাই নয়, ভোট মিটলে এমনকী ফল ঘোষণার পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী।
advertisement
advertisement
অতীতে দেখা গিয়েছে ভোট মিটলে বা ভোটের ফল বেরোনোর পরে রাজ্যে হিংসার ঘটনা ঘটেছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে এর আগে বিভিন্ন দলের মধ্যে চাপানউতর ঘটেছে। এ বার যাতে সেই ঘটনা না ঘটে, সেই জন্য ভোট মিটলেও কিছু সময়ের জন্য রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি আধা সেনা। আগামী ৬ ই জুন পর্যন্ত বাংলায় থাকবে ৪০০ কোম্পানি আধা সামরিক বাহিনী। ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ রাজ্য নির্বাচনী আধিকারিককে। ভোট পরবর্তী হিংসার ঘটনা আটকানোর জন্যই এই সিদ্ধান্ত বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। এ ছাড়া রাজ্যে আসা বাকি আধা সেনা ভোট শেষ হলেই, অর্থাৎ ১ জুনের পরেই ফিরে যাবে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2024 7:57 PM IST