Lok Sabha Elections 2024: বিশ্বের উচ্চতম কেন্দ্রে ভোটগ্রহণ শনিবার, জানেন কত জন ভোটার?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Lok Sabha Elections 2024: শনিবার দিন দেশের সপ্তম দফা লোকসভার ভোটগ্রহণ। দেশের মোট ৫৭টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে, আট রাজ্যের মোট ৯০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। শনিবার ভোটগ্রহণ হবে বিশ্বের উচ্চতম ভোটগ্রহণ কেন্দ্রেও।
টশিগং (হিমাচল প্রদেশ): শনিবার দিন দেশের সপ্তম দফা লোকসভার ভোটগ্রহণ। দেশের মোট ৫৭টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে, আট রাজ্যের মোট ৯০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। শনিবার ভোটগ্রহণ হবে বিশ্বের উচ্চতম ভোটগ্রহণ কেন্দ্রেও।
হিমালয়ের কোলে ১৫ হাজার ২৫৬ ফুট উঁচুতে বরফে ঢাকা ভোটগ্রহণ কেন্দ্রে শনিবার ভোট দেবেন ভোটাররা। হিমাচল প্রদেশের টশিগংয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভোটগ্রহণকেন্দ্র। ভোট দিতে যান মাত্র ৬২ জন ভোটার। স্পিতি উপত্যকা পর্যটকদের কাছে বেশ পরিচিত নাম, সেখানেই অবস্থিত টশিগং গ্রাম, লোকসভা কেন্দ্রের নাম মান্ডি। ২০১৯ সালের লোকসভা ভোটে ১০০% ভোট পড়েছিল ওই ভোটগ্রহণ কেন্দ্রে।
advertisement
advertisement
চিন সীমান্তে অবস্থিত হওয়ার জন্য টশিগংকে স্পর্ষকাতর বুথ হিসাবে ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার জন্য ১৬৮ জন পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে। তবে টশিগংয়ের মানুষদের এ বারের দাবি চাকরির, কৃষিকাজ করে আর চলছে না। এছাড়াও জলের সমস্যা, রাস্তাঘাটের উন্নতিও হোক এমনটা তাঁদের এবারের দাবি। কারণ দুর্গম পাহাড়ের উপরে সবচেয়ে উঁচু ভোটকেন্দ্র হওয়ায় তাঁরা যতই ইতিহাসে নাম লেখাক বা নজির গড়ুক, অস্তিত্বের জন্য সংগ্রামটাও তাঁদের কম নয়, সেখানেই তাঁরা পাশে পেতে চান পরবর্তী সাংসদকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2024 5:32 PM IST