কলকাতা: শেষ দফার ভোট। রাজনৈতিক মহল বলছে, এই পর্বই এবারের ভোটের সব থেকে হাইভোল্টেজ। সপ্তম দফায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে ভোট। মোট ৯টি আসনে ভোটগ্রহণ হবে ১লা জুন।
লোকসভা নির্বাচনের সপ্তম দফায় দেশের আটটি রাজ্যে ৫৭টি আসনে ভোট রয়েছে। ১লা জুন ভাগ্যপরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উত্তর প্রদেশের হেভিওয়েট কেন্দ্র বারাণসীতে তিনি পদ্ম প্রার্থী। হিমাচল প্রদেশের মাণ্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতেরও ভাগ্যপরীক্ষা এদিন। বাংলার কথা ধরলে ডায়মন্ড হারবারের দিকেও নজর থাকলে সকলের। কারণ সেখানে তৃণমূলের প্রার্থী দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নজর থাকবে দমদমেও। সেখানে তৃণমূল প্রার্থী তথা সাংসদ সৌগত রায়। এই আসনে লড়াই সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের। বাংলার নজর থাকবে বসিরহাটের দিকেও।
বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর এবারের ভোট শান্তিপূর্ণ। তবে শেষ দফায় কী হয়, তার দিকেই নজর বাংলার। বাংলা ছাড়াও বিহারের ৮টি, হিমাচল প্রদেশের চারটি, ঝড়খণ্ডের তিনটি, ওড়িশার ৬টি আসনে, পঞ্জাবের ১৩টি, উত্তর প্রদেশের ১৩টি, চণ্ডীগড়ের একটি আসনে ভোট রয়েছে ১লা জুন।
লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল কী হবে, আগাম আভাস পেতে চোখ রাখুন এক্সিট পোলে। সন্ধে সাড়ে ৬টা থেকে। এক্সিট পোল দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
লোকসভা ভোট ২০২৪-এ বাংলার ৪২টি আসনে কে এগিয়ে, কে পিছিয়ে, জানতে চোখ রাখুন এক্সিট পোলে। সন্ধে ৬.৩০ থেকে এক্সিট পোলের ফলাফল দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার-
দমদম- ৬৭.৬০
বারাসত- ৭১.৮০
বসিরহাট- ৭৬.৫৬
জয়নগর ৭৩.৪৪
মথুরাপুর- ৭৪.১৩
ডায়মন্ড হারবার- ৭২. ৮৭
যাদবপুর- ৭০.৪১
কলকাতা দক্ষিণ- ৬০.৮৮
কলকাতা উত্তর- ৫৯.২৩
ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে ভিকট্রি সাইন দেখালেন তিনি। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি এদিন হননি। বিকেলের দিকে ভোট দিতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
উত্তপ্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি। বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা দিনভর। তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ দু’জন আহত হয়েছেন বলে খবর। বিজেপির দাবি, তাদেরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন। বয়ারমারিতে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। তৃণমূল কর্মীরা মারধর করছে, এই অভিযোগে জনতার রাস্তা অবরোধ।
সন্দেশখালির ঘটনায় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে একশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কেন এমন ঘটনা ঘটল? দ্রুত রিপোর্ট দিতে বলা হল। আরও ফোর্স পাঠানো হচ্ছে সন্দেশখালিতে। নির্বিঘ্ন ভোটদান করতে সব রকম পদক্ষেপের নির্দেশ নির্বাচন কমিশনের।
ভোট দিলেন দেব। জানালেন, ভোট দিতে যান না অনেকেই। তাঁর চেনাশোনা কয়েকজন ভোট দেন না। এই নিয়ে তাঁদের সঙ্গে তাঁর ঝগড়াও হয় বলে জানালেন। ভোটরদের কাছে দেবের অনুরোধ, প্লিজ ভোট দিন। প্রতিটা ভোট গুরুত্বপূর্ণ। সস্ত্রীক ভোট দিলেন টলিউডের আরেক সুপারস্টার জিৎ।
উত্তপ্ত বারাসত। অশোকনগরের বাঁকপুল চাক এলাকার ৭৩ নম্বর বুথের সামনে ব্যাপক উত্তেজনা। তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকরা একে অপরের দিকে ইট ছোড়েন বলে খবর। এলাকা থমথমে।
দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার
দমদম- ৪১.০৯ শতাংশ
বারাসত- ৪৭.৪৯ শতাংশ
বসিরহাট- ৫০.৮৯ শতাংশ
জয়নগর- ৪৮.২৭ শতাংশ
মথুরাপুর- ৪৭.০৩ শতাংশ
ডায়মন্ডহারবার- ৪৭.৩৩ শতাংশ
যাদবপুর- ৪৩.২৫ শতাংশ
কলকাতা দক্ষিণ- ৩৯.৭০ শতাংশ
কলকাতা উত্তর- ৩৯.৪৮ শতাংশ
উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়াও। সাতুলিয়াতে বোমাবাজির অভিযোগ। সাতুলিয়াতেও গুলি চলেছে বলেই সূত্রের খবর। নলমুড়িতেও আইএএসএফ, টিএমসি সংঘর্ষ এক। সাতুলিয়াতে বোমাবাজির অভিযোগ। ভাঙড়ের সাতুলিয়ায় পুলিশ যেতেই উত্তেজনা ছড়ায়।