কলকাতা: দেশের মসনদে কে বসছেন ? এবার জিতে হ্যাটট্রিক করতে পারবেন কী নরেন্দ্র মোদি ? নাকি বিরোধী ‘INDIA’ জোট সবাইকে চমকে দেবে ? দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে কী ফলাফল হবে, তা নিয়েও চর্চা তুঙ্গে ৷ সব উত্তর জানা যাবে মঙ্গলবার আগামী ৪ জুন ৷ তার আগে ভোটের ফলের আগাম ইঙ্গিত পাওয়া যাবে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফলাফলে ৷ দেশের ৫৪৩টি আসনে সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষা লোকসভা নির্বাচনী ফলাফলের পূর্বাভাস।
একনজরে বিভিন্ন এক্সিট পোলের ফলাফল
এক্সিট পোল News18 Survey অনুযায়ী মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ৩৫৫-৩৭০টি এনডিএ জোটের দখলে যেতে পারে ৷ যার মধ্যে একা বিজেপি-ই পেতে পারে ৩০৫-৩১৫ আসন ৷ অন্যদিকে I.N.D.I.A জোট পেতে পারে ১২৫ থেকে ১৪০টি আসন ৷ অন্যান্যরা পেতে পারে ৪২-৫২টি আসন ৷
বুথ ফেরত সমীক্ষার ফলাফলে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ২১-২৪টি আসন যেতে পারে বিজেপির দখলে ৷ অর্থাৎ এনডিএ জোট পেতে পারে ২১-২৪টি আসন ৷ এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৮-২১ আসন ৷
বুথ ফেরত সমীক্ষার ফলাফলে উত্তর প্রদেশে মোট ৮০টি আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে ৬৮- ৭১টি আসন ৷ এর মধ্যে বিজেপির ঝুলিতেই যেতে পারে ৬৪-৬৭টি আসন ৷ অন্যদিকে ইন্ডিয়া জোট পেতে পারে ৯-১২টি আসন ৷
বুথ ফেরত সমীক্ষার ফলাফলে ঝাড়খণ্ডে ১৪টি আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে ৯-১২টি আসন ৷ এবং ইন্ডিয়া জোট পেতে পারে ২-৫টি আসন ৷ এর পাশাপাশি বিহারে মোট ৪০টি আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে ৩১-৩৪টি আসন ৷ এবং ইন্ডিয়া জোট পেতে পারে ৬-৯টি আসন ৷
বুথ ফেরত সমীক্ষার ফলাফলে ওড়িশাতে ২১টি আসনের মধ্যে ১৩-১৫টি আসন যেতে পারে এনডিএ জোটের দখলে ৷ এবং অন্যান্যরা পেতে পারে ৬-৮টি আসন ৷
বুথ ফেরত সমীক্ষার ফলাফলে জম্মু ও কাশ্মীর + লাদাখে মোট ৬টি আসনের মধ্যে ৩টি আসন জিততে পারে এনডিএ জোট এবং ৩টি আসন যেতে পারে ইন্ডিয়া জোটের দখলে ৷
#Live | Who is winning the #BattleForBharat? Will NDA cross 400 mark? Or will #INDIAAlliance spring a surprise? Watch mega #exitpoll on CNN-News18 #News18ExitPoll #BattleForBharat https://t.co/6IbZRbGCaI
— News18 (@CNNnews18) June 1, 2024
বুথ ফেরত সমীক্ষার ফলাফলে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ৯টি আসনের মধ্যে ৯টি আসনেই জিততে পারে বিজেপি ৷
বুথ ফেরত সমীক্ষার ফলাফলে হরিয়ানায় ১০টি আসনের মধ্যে ৫-৭টি আসনে এনডিএ এবং ইন্ডিয়া জোট পেতে ৩-৫টি আসন ৷ পঞ্জাবে ১৩টি আসনের মধ্যে ২-৪টি আসনে বিজেপি এবং কংগ্রেস পেতে পারে ৮-১০টি আসনে ৷
বুথ ফেরত সমীক্ষার ফলাফলে দিল্লিতে মোট ৭টি আসনের মধ্যে ৫-৭টি আসনে জিততে পারে এনডিএ জোট ৷ ইন্ডিয়া জোট পেতে পারে ০-২ টি আসন ৷
বুথ ফেরত সমীক্ষার ফলাফলে ছত্তিশগড়ে ১১টি আসনের মধ্যে ৯-১১টি আসন পেতে পারে এনডিএ জোট ৷ অন্যদিকে ইন্ডিয়া জোট পেতে পারে ১-৪টি আসন ৷
বুথ ফেরত সমীক্ষার ফলাফলে মধ্য প্রদেশে ২৯টি আসনের মধ্যে ২৬-২৯টি আসনেই জিততে পারে বিজেপি ও এনডিএ জোট ৷ অন্যদিকে ইন্ডিয়া জোট পেতে পারে ০-৩টি আসন ৷
বুথ ফেরত সমীক্ষার ফলাফলে রাজস্থানে ২৫টি আসনের মধ্যে ১৮-২৩টি আসন পেতে পারে এনডিএ জোট ৷ অন্যদিকে ২-৭টি আসনে জিততে পারে ইন্ডিয়া জোট ৷