Crime news: চরম নৃশংস ঘটনা! রাতের খাবার না বেড়ে দেওয়ায় স্ত্রীর মাথা কেটে চামড়া ছাড়িয়ে নিল যুবক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Murder case: চরম নৃশংস ঘটনা ঘটল কর্নাটকে। রাতের খাবার বেড়ে দিতে চাননি স্ত্রী, তাই স্ত্রীকে গলা কেটে খুন করলেন স্বামী।
কর্নাটক: চরম নৃশংস ঘটনা ঘটল কর্নাটকে। রাতের খাবার বেড়ে দিতে চাননি স্ত্রী, তাই স্ত্রীকে গলা কেটে খুন করলেন স্বামী। কর্নাটকের টুমকুরে এই ঘটনার জন্য পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত স্বামীকে।
বাড়ি থেকেই স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, মহিলাকে খুন করে তাঁর চামড়া নেয় যুবক। তাই উদ্ধারের সময় চূড়ান্ত বিকৃত অবস্থায় ছিল মহিলার মৃতদেহ, তাঁর চামড়া ছাড়িয়ে নেওয়ার জন্য মৃতদেহের শিরা-উপশিরা, এমনকী অন্ত্রও পর্যন্ত বাইরে বেরিয়ে এসেছিল। মৃত দেহের পাশেই পড়েছিল মহিলার মাথা। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।
advertisement
advertisement
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মহিলার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে তাঁর স্বামীর নাম শিবরাম, একটি করাতকলে কাজ করত সে। স্ত্রীর সঙ্গে অভিযুক্ত যুবকের নিয়মিত বিবাদ লেগেই থাকত বিভিন্ন ঘটনা নিয়ে। সোমবার রাতে অভিযুক্ত যুবক স্ত্রীকে খাবার বেড়ে দিতে বললে অস্বীকার করে তাঁর স্ত্রী। তার পরেই সেই ঘটনা গড়ায় হাতাহাতিতে। প্রথমে অভিযুক্ত যুবক ধারালো কিছু দিয়ে আঘাত করে, তার পরে চাপাতি দিয়ে মাথা কেটে নেয়। তার পরে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত মৃতদেহ থেকে সমস্ত চামড়া ছাড়িয়ে নিয়ে বাড়িওয়ালাকে তার কুকীর্তির বিষয় জানায়। এই ঘটনার সময় ঘুমিয়ে ছিল তাদের আট বছরের সন্তান।
advertisement
টুমকুরের পুলিশ সুপার অশোক বেঙ্কট বলেন, “৩৫ বছরের এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়ছে। স্বামীও সেখানে উপস্থিত ছিল, তাকে প্রশ্ন করতেই খুনের কথা সে স্বীকার করে। আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি”।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2024 1:52 PM IST