আরও পড়ুন: একটা নয়, দুটো এসি লোকাল ট্রেন চলবে শিয়ালদহ থেকে! কোন কোন রুটে?
পশ্চিমবঙ্গের মধ্যে এটি দ্বিতীয় বি.এড কলেজ যারা উচ্চমানের স্বীকৃতি পেয়েছে। এদিনের এই শিক্ষামূলক মেলার রয়েছে বেশ কিছু উদ্দেশ্য, যেমন বই যে মানুষের জীবন এবং বইয়ের মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকতে পারি, বইকে যে বন্ধু করে সে জীবনে কখনও একাকিত্বে থাকবে না সেই কারণে এখানে বুক ফেয়ারের আয়োজন করা হয়েছে। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনের ফেলে দেওয়া যে জিনিসপত্র রয়েছে সেই ফেলে দেওয়া জিনিসগুলি দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের ঘরের সাজানোর জন্য আসবাবপত্র। এই সমস্ত আসবাবপত্র বানিয়েছে কলেজের ছাত্র-ছাত্রীরাই। সৃষ্টির মধ্যেই যে আনন্দ লুকিয়ে থাকে সেই বার্তাই এখানে দেওয়া হয়েছে। এছাড়াও পরিবেশে গাছ লাগানো কতটা জরুরি সেই বার্তাও দেওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে। মেলায় উপস্থিত সকলকে দেওয়া হয়েছে একটি করে গাছের চারা।
advertisement
আরও পড়ুন: ৯৯% মানুষেই জানেন না ‘সঠিক’ উত্তর! বলুন তো টম্যাটোর বাংলা কী?
এছাড়াও বৃত্তি এবং মেধা অন্বেষণের খোলা হয়েছিল কাউন্টার। এছাড়াও মেলায় তৈরি করা হয়েছে ফুড কোর্ট যেখানে কলেজের পড়ুয়ারাই বানিয়ে এনেছেন একাধিক টক-ঝাল-মিষ্টি খাবার এবং ছোটদের জন্য গেমিং জোন সেই খেলার ঘরে রয়েছে বিভিন্ন ধরনের মজাদার খেলাও। সবশেষে বলা যেতে পারে এই শিক্ষামূলক মেলা আয়োজন করার ফলে উপকৃত হয়েছেন সকল স্তরের ছাত্রছাত্রীরা।
Mainak Debnath





