আরও পড়ুন: নতুন রূপে সেজে উঠবে বালুরঘাট স্টেশন, পরিদর্শনে এসে ঘোষণা ডিআরএম-এর
শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অমৃতখণ্ড পঞ্চায়েতের শতখণ্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা। অভিযোগ, রোজ সঠিক সময়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা খোলা হয় না। শিক্ষিকা যখন খুশি আসেন। পড়াশোনা ঠিক করে হয় না। মাঝে মধ্যেই পোকা ধরা চাল দিয়ে রান্না করা হয় বলে দাবি। সেই খাবারই শিশুদের দেওয়া হচ্ছে। এই খাবার খেয়ে শিশুরা অসুস্থ হলে তার দায় কার এই প্রশ্নও তুলেছেন গ্রামবাসীরা।
advertisement
এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিয়ে গ্রামবাসীদের আরও অনেক অভিযোগ আছে। খিচুড়িতে ডালের বদলে কার্যত জল ঢেলে দেওয়া হয়, কোনও সবজিও দেওয়া হয় না। সরকারি ছুটি না থাকলেও এই কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। যদিও গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। বিষয়টি জানানো হয়েছে সুপারভাইজারকে। তবে রান্নার গুণগত মান খারাপ হওয়ার কথা স্বীকার করে নেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাও।
সুস্মিতা গোস্বামী