TRENDING:

Dakshin Dinajpur News: ডালের নামে পাতে পড়ে জল! অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রে ঝুলল তালা

Last Updated:

অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রের খাবারের গুণগতমান মান নিয়ে প্রশ্ন তুলে বালুরঘাটে বিক্ষোভ গ্রামবাসীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: ফের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগিয়ে দিল গ্রামবাসীরা। বালুরঘাটের অমৃতখণ্ড পঞ্চায়েতের শতখণ্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, শিশু ও মায়ের জন্য রান্না করা খাবার সঠিক স্বাস্থ্যবিধি মেনে তৈরি হচ্ছে না। তা পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় রাখা হয় না। ওই খাবার খেলে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের। বারবার এই নিয়ে সতর্ক করলেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তরফ থেকে সেই কথায় কান দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
advertisement

আরও পড়ুন: নতুন রূপে সেজে উঠবে বালুরঘাট স্টেশন, পরিদর্শনে এসে ঘোষণা ডিআরএম-এর

শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অমৃতখণ্ড পঞ্চায়েতের শতখণ্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা। অভিযোগ, রোজ সঠিক সময়ে এই অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রের দরজা খোলা হয় না। শিক্ষিকা যখন খুশি আসেন। পড়াশোনা ঠিক করে হয় না। মাঝে মধ্যেই পোকা ধরা চাল দিয়ে রান্না করা হয় বলে দাবি। সেই খাবার‌ই শিশুদের দেওয়া হচ্ছে। এই খাবার খেয়ে শিশুরা অসুস্থ হলে তার দায় কার এই প্রশ্ন‌ও তুলেছেন গ্রামবাসীরা।

advertisement

View More

এই অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রের নিয়ে গ্রামবাসীদের আর‌ও অনেক অভিযোগ আছে। খিচুড়িতে ডালের বদলে কার্যত জল ঢেলে দেওয়া হয়, কোনও সবজিও দেওয়া হয় না। সরকারি ছুটি না থাকলেও এই কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। যদিও গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। বিষয়টি জানানো হয়েছে সুপারভাইজারকে। তবে রান্নার গুণগত মান খারাপ হ‌ওয়ার কথা স্বীকার করে নেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: ডালের নামে পাতে পড়ে জল! অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রে ঝুলল তালা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল