আরও পড়ুন: বর্ষায় উত্তাল নদীতে স্নান করতে গিয়েই বিপত্তি! তলিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ
বালুরঘাটে পদ্মপুকুর এলাকায় পাশাপাশি থাকেন দীনবন্ধু পাহান ও সুবোধ সরকার। দীনবন্ধু পাহানের অভিযোগ, গায়ের জোরে তাঁর জমি দখল করে পাঁচিল তুলছিলেন সুবোধ সরকার। তিনি বিষয়টি পুলিশ ও পুরসভাকে জানালেও কোনও কাজ হয়নি বলে আদিবাসী সম্প্রদায়ভুক্ত দীনবন্ধুবাবুর অভিযোগ। এরপরই তিনি বিষয়টি নিজেদের আদিবাসী সমাজকে জানান। তারপরেই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। তির-ধনুক সহ আর বিভিন্ন অস্ত্র নিয়ে এলাকায় এসে জড়ো হয় আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ। খবর পেয়ে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও পুর কর্তৃপক্ষ ছুটে গিয়ে পরিস্থিতি সামলায়।
advertisement
পুলিশের পাশাপাশি ছুটে আসেন বালুরঘাট পুরসভার পুরপ্রধান অশোক মিত্র। প্রাথমিকভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আদিবাসীদের। এই ঘটনা আহতও হন এক পুলিশকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিএসপি (হেডকোয়ার্টার) সোমনাথ ঝাঁ। পুরপ্রধান অশোক মিত্রের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুই পক্ষকে আগামী ২ অগস্ট মীমাংসার জন্য মুখোমুখি বসিয়ে আলোচনা হবে বলে ঠিক হয়েছে। এরপর পুলিশের অনুরোধে এলাকা ছেড়ে চলে যান সশস্ত্র আদিবাসীরা। হাঁফ ছেড়ে বাঁচে প্রশাসন।
সুস্মিতা গোস্বামী