Alipurduar News: বর্ষায় উত্তাল নদীতে স্নান করতে গিয়েই বিপত্তি! তলিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Alipurduar News: নদীতে স্নান করতে নেমে আর উঠে আসা হল না এক বৃদ্ধের। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার বালাপাড়া এলাকার।
আলিপুরদুয়ার: নদীতে স্নান করতে নেমে আর উঠে আসা হল না এক বৃদ্ধের। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার বালাপাড়া এলাকার। সংকোষ নদী থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এলাকায় নদী থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হল।
বালাপাড়া এলাকায় সংকোষ নদীর শাখা নদী ঘোলানি থেকে ওই বৃদ্ধের দেহ উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা। জানা গিয়েছে মৃতের নাম জাখলু খড়িয়া। তার বয়স আনুমানিক ৭৫ বছর। বুধবার কুমারগ্রামের মধ্য হলদিবাড়ির বিত্তিবাড়ি এলাকায় সংকোষ নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান খড়িয়া পাড়ার বাসিন্দা জাখলু খড়িয়া।
advertisement
advertisement
নদীর জল বেশি থাকায় ডাকা বিপর্যয় মোকাবিলা দলকে। বৃহস্পতিবার বালাপাড়া এলাকায় নদী থেকে তাঁর দেহ উদ্ধার হল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারগ্রাম থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 27, 2023 8:50 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বর্ষায় উত্তাল নদীতে স্নান করতে গিয়েই বিপত্তি! তলিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ










