Alipurduar News: জঙ্গলঘেরা গ্রামে দূষিত জলই ভরসা! মাসের পর মাস কেটে যায় খেয়াল রাখে না কেউ

Last Updated:

Alipurduar News: গ্রামে যে কোনও জায়গায় কল খুললে বেরিয়ে আসে ঘোলাটে জল। কিন্তু কোনও উপায় নেই বাধ‍্য হয়ে এই জল পান করতে হয় আঠাশ মাইলের বাসিন্দাদের।

+
জঙ্গলঘেরা

জঙ্গলঘেরা গ্রামে দূষিত জলই ভরসা!

আলিপুরদুয়ার: গ্রামে যে কোনও জায়গায় কল খুললে বেরিয়ে আসে ঘোলাটে জল। কিন্তু কোনও উপায় নেই বাধ‍্য হয়ে এই জল পান করতে হয় আঠাশ মাইলের বাসিন্দাদের। বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলের একটি প্রত‍্যন্ত এলাকা আঠাশ মাইল। গ্রামে প্রবেশ করলেই মিলবে সবুজের হাতছানি।কিন্তু তার মাঝেও থেকেই যায় জলের হাহাকার।
গরম ও বর্ষাকালে জল পাওয়া গেলেও,শীতকালে জল তো মেলেই না।স্থানীয়দের কথায় এই ঘটনা আজকের না। একদম প্রথম থেকেই জলের সমস‍্যা রয়েছে। জঙ্গলঘেরা গ্রাম, স্বাভাবিকভাবে প্রত‍্যন্ত এলাকা। তাই কারও নজর পরে না গ্রামে।
advertisement
ঘোলাটে জলকেই পানযোগ‍্য করে নিতে হয় তাঁদের। কারণ এছাড়া আর কোনও উপায় নেই। বাবা ,ঠাকুরদাদের যেভাবে এই জলকে পানযোগ‍্য করতে দেখেছে এলাকাবাসীরা। সেই পথ তাঁরাও বেছে নিয়েছেন। এলাকায় একটি রিজার্ভার রয়েছে। বৃষ্টির জল এই রিজার্ভারে ভরে রাখা হয়। তবে, রিজার্ভার উন্মুক্ত থাকায় হয়েছে সমস‍্যা। সংলগ্ন পাহাড়ের মাটি জল এসে পানীয় জল ঘোলা করে দেয়। এই সমস‍্যার সুরাহা হয়না বলে জানালেন এলাকাবাসীরা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জঙ্গলঘেরা গ্রামে দূষিত জলই ভরসা! মাসের পর মাস কেটে যায় খেয়াল রাখে না কেউ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement