Dengue: ডেঙ্গির থাবা জলপাইগুড়িতে, অবস্থার মোকাবিলায় তৎপর জেলা স্বাস্থ্য দফতর!

Last Updated:

Dengue: বর্ষা আসতেই জলপাইগুড়িতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি মোকাবিলায় আগাম সতর্কতা হিসেবে বেশকিছু জরুরি পদক্ষেপ নিচ্ছে জলপাইগুড়ি পুরকর্তৃপক্ষ।

+
মাথাচাড়া

মাথাচাড়া দিয়েছে ডেঙ্গি!

জলপাইগুড়ি: বর্ষা আসতেই জলপাইগুড়িতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি মোকাবিলায় আগাম সতর্কতা হিসেবে বেশকিছু জরুরি পদক্ষেপ নিচ্ছে জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ। জলপাইগুড়ি পুরসভায় ডেঙ্গি সংক্রান্ত বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, ‘জলপাইগুড়ি শহরকে ডেঙ্গি মুক্ত করতেই আমাদের বিশেষ পদক্ষেপ। গত বছরও উত্তর‌বঙ্গে‌র অন্যান্য শহরের তুলনায় জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। তাই চলতি বছরেও আমরা সেই নীতি বজায় রাখার চেষ্টা করছি। আমাদের একটি জরুরি বৈঠক হয়েছে। সমস্ত ওয়ার্ডের সুপারভাইজারদের নিয়ে আমরা বৈঠক করলাম। ডেঙ্গি প্রতিরোধ বিষয়ে বিভিন্ন আলোচনা করলাম আমরা। সকলের কাছে অনুরোধ ওয়ার্ড সুপারভাইজারদের সঙ্গে সহযোগিতা করবেন। তারা শহরের বিভিন্ন এলাকায় বাড়ির আশেপাশের সমস্ত এলাকা পর্যবেক্ষণ করবে। কোথাও জমা জল রয়েছে কিনা তাও দেখবে। যদি কোথাও জল জমে থাকে তাহলে আমরা তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করব।’
advertisement
advertisement
উল্লেখ্য, ডেঙ্গি আক্রান্তেদের সংখ্যা ক্রমেই বাড়ছে জলপাইগুড়িতে। খবর সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৯ জন। জলপাইগুড়ি পুরসভা এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দাও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে পুরসভা সূত্রের খবর। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ বলেন, আক্রান্তের বাড়িতে গিয়ে কোথাও জল জমে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে । স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Dengue: ডেঙ্গির থাবা জলপাইগুড়িতে, অবস্থার মোকাবিলায় তৎপর জেলা স্বাস্থ্য দফতর!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement