Snake: গা ছমছমে দৃশ্য, ভয়ে গায়ে কাঁটা শিক্ষক থেকে পড়ুয়াদের, সাপের ভয়ে বন্ধ স্কুল! তোলপাড় এলাকায়

Last Updated:

Snake: সাপের ভয়ে বন্ধ স্কুল। লাটে উঠেছে পড়াশোনা। একটি দুটি নয় ৩০ টি বিষধর গোখরো সাপ উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয়ে।

সাপের ভয়ে বন্ধ স্কুল!
সাপের ভয়ে বন্ধ স্কুল!
জলপাইগুড়ি: সাপের ভয়ে বন্ধ স্কুল। লাটে উঠেছে পড়াশোনা। একটি দুটি নয় ৩০ টি বিষধর গোখরো সাপ উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয়ে। ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে একদিনের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। আজ স্কুল বন্ধ রেখে সাপমুক্ত অভিযান চলাবে বলে জানা গিয়েছে।
কোনও একটা নেমে আসছে সিড়ি দিয়ে। কোনওটা আবার লিকলিকে শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে বারান্দায়। মাঝে মধ্যে ফনা তুলে উঁকি দিচ্ছে এদিক ওদিক। স্কুল নয়, যেনো সর্প উদ্যান! সাপেদের অবাধ বিচরনে ভয়ে কাঁটা হয়ে গিয়ে ছিলেন মারোয়ারী বালিকা বিদ্যালয়ের দিদিমণি থেকে শিক্ষা কর্মীরা। ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এই ভেবে স্কুল ছুটির পর স্কুল বাড়ি কে পুরোপুরি সাপ মুক্ত করার সিদ্ধান্ত নেন স্কুল কর্তৃপক্ষ। সেই মতো পরিবেশ কর্মীদের সাহায্য নেন তাঁরা।
advertisement
advertisement
ধারনা ছিল একটি, দুটি বড় জোড় তিনটি সাপ উদ্ধার হবে। শেষ পর্যন্ত উদ্ধার হল ত্রিশটি সাপ। সব গুলোই বিষধর গোখরো সাপের বাচ্চা। তবে বড় সাপেরা এখনও অধরা থাকায় পুরোপুরি বিপদমুক্ত মনে করছেন না স্কুল কর্তৃপক্ষ। বড় সাপেদের সঙ্গে আরও বেশ কয়েকটি বাচ্চা সাপ ও রয়েছে বলে আশঙ্কা। সেই কারনে আজ স্কুল বন্ধ রেখে ফের অভিযান চলবে।অভিযান চালাবেন পরিবেশ কর্মীরা। বন দফতরেরও সাহায্য নেওয়া হবে বলে জানাগিয়েছে।
advertisement
শান্তনু কর
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Snake: গা ছমছমে দৃশ্য, ভয়ে গায়ে কাঁটা শিক্ষক থেকে পড়ুয়াদের, সাপের ভয়ে বন্ধ স্কুল! তোলপাড় এলাকায়
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement