জেলাবাসীকে ইতিহাস সম্পর্কে বেশি করে সচেতন করতে এমন উদ্যোগ বলে পুলিশ প্রশাসন জানিয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ৪২-এর আন্দোলনের মাধ্যমে ব্যাপকতা লাভ করেছিল। সেপ্টেম্বর মাসের গণ আন্দোলনের ছবিও ফুটে উঠেছে সংগ্রহশালায়। তার সঙ্গে হিলির মেইল ডাকাতি, ৭১ এ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদানের সমস্ত ইতিহাস এখানে সংরক্ষিত করা হয়েছে।
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে ভোট দিল না সাধারণ মানুষ! কালা দিবস পালন চোপড়ায়
advertisement
ইতিহাসবিদ সমিত ঘোষ বলেন, “নতুন প্রজন্মকে গোড়া থেকে আঞ্চলিক ইতিহাস সম্পর্কে জানাতে হবে। তাহলে তারা এই বিষয়ে অবগত হবে। ভারতবর্ষে বালুরঘাট আগস্ট আন্দোলনে ব্যাপকতায় পঞ্চম স্থানে ছিল ও রাজ্যে মেদিনীপুরের পরেই দ্বিতীয় স্থানে ছিল। ভারত ছাড়ো আন্দোলনে বালুরঘাটের অবদানের কথা স্বীকার করে বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ইতিহাস বইয়ে বালুরঘাটের কথা লেখা হচ্ছে। ১৪ সেপ্টেম্বর দিনটিকেই বালুরঘাট দিবস হিসেবে উদযাপন করা হয় এখন।জেলার এই ইতিহাসগুলোকে জেলা পুলিশ সংগ্রহশালায় স্থান দেওয়ায় সকলেই খুশি।”
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা! ইট বোঝাই ট্রাক্টরের নীচে চাপা পড়ল দুই বাইক আরোহী
জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, “তেভাগা আন্দোলন, হিলি মেইল ডাকাতি সহ জেলার গুরুত্বপূর্ণ ইতিহাসের অধ্যায়গুলো বালুরঘাট থানার সংগ্রহশালায় রাখা হয়েছে। সাধারণ মানুষ যাতে জেলার ইতিহাস সম্পর্কে জানতে পারেন তাই এই উদ্যোগ। তবে আগামীতে আরও অনেক বিষয়বস্তু এই সংগ্রহশালায় রাখার পরিকল্পনা রয়েছে।”
সুস্মিতা গোস্বামী





