Accident news: ভয়ঙ্কর দুর্ঘটনা! ইট বোঝাই ট্রাক্টরের নীচে চাপা পড়ল দুই বাইক আরোহী
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
ইঁট বোঝাই ট্রাক্টরের নীচে চাপা পড়ে গুরুতর জখম হলেন দুই মোটর বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়ায়।
দক্ষিণ দিনাজপুর: ইঁট বোঝাই ট্রাক্টরের নীচে চাপা পড়ে গুরুতর জখম হলেন দুই মোটর বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়ায়। আহত দু’জনের নাম তাপস মাহাতো ও আশুতোষ মাহাতো। তাদের বয়স ৩৫ থেকে ৪৫-র মধ্যে।
তাপসের বাড়ি বংশীহারীর বদলপুরে এবং আশুতোষের বাড়ি কুশমণ্ডির হাসরোলে। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই জখম দুজনকেই চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতাল নিয়ে আসা হয়। দু’জনের মধ্যে আশুতোষের অবস্থায় আশঙ্কাজনক। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে তার। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাক্টর চালক।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক ও ট্রাক্টরটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য বালুরঘাট হিলি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
advertisement
এবিষয়ে স্থানীয় বাসিন্দা শীতল সরকার বলেন, “ট্রাক্টর ও মোটরবাইটি বালুরঘাট থেকে হিলি অভিমুখে যাচ্ছিল। যাওয়ার পথে অমৃতখন্ড পঞ্চায়েত অফিসের সামনে থাকা স্পিড ব্রেকার পার হতে গিয়ে বাইকটি ইঁট বোঝায় ট্রাক্টরের নীচে চাপা পড়ে যায়।
ঘটনায় গুরুতর জখম হয় দুই আরোহী। বিষয়টি নজরে আসতেই সকলে মিলে তাদেরকে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে এবিষয়ে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 23, 2023 7:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Accident news: ভয়ঙ্কর দুর্ঘটনা! ইট বোঝাই ট্রাক্টরের নীচে চাপা পড়ল দুই বাইক আরোহী








