আরও পড়ুন: কল থেকে জল পড়ে না, বাধ্য হয়ে কুয়োর নোংরা জলে মিটছে তৃষ্ণা!
খেলার মাঠ কমে যাওয়ার এই বিষয়টি দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটেও বেশ প্রকট হয়ে উঠেছে। শহরের নামকরা প্রতিটি স্কুলের নিজস্ব মাঠ আছে। কিন্তু এই সমস্ত মাঠগুলিতে খেলার চল নেই। হলে এগুলি খেলাধুলার প্রশ্নে হোমেও লাগে না যজ্ঞেও লাগে না অবস্থা। দিনের পর দিন এইভাবে পড়ে থাকার কারণে মাঠ দখল করে গ্যারেজ, ডেকরেটার্সের ব্যবসা, গাড়ি পার্কিং শুরু হয়েছে। যদিও এতে কারোর বিশেষ হেলদোল নেই। উল্লেখ্য বালুরঘাট শহর জুড়ে বিগত কয়েক বছর যাবত একের পর এক বহুতল গজিয়ে ওঠার ফলেও খেলার মাঠের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। এর ফলে ক্রিকেট, ফুটবলের মত আউটডোর স্পোর্টসের খেলার চল ক্রমশল কমছে শহরে।
advertisement
এইভাবে খেলার মাঠ কমে যাওয়া নিয়ে সোচ্চার হয়েছেন জেলার প্রাক্তন খেলোয়াড়রা। বর্তমান প্রজন্ম খেলাধুলোর সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। এর ফলে শিশুদের মধ্যে স্থূলতা, ফিটনেসের অভাব বাড়ছে বলে বিশেষজ্ঞদের অনুমান। দ্রুত এই পরিস্থিতির বদল না হলে আগামী দিনে ভয়ঙ্কর পরিণতি হতে পারে বলে তাঁরা সাবধান করে দিয়েছেন।
সুস্মিতা গোস্বামী





