TRENDING:

Dakshin Dinajpur News: হারিয়ে যাচ্ছে খেলার মাঠ, কমছে আউটডোর স্পোর্টসের চল

Last Updated:

বর্তমান প্রজন্ম খেলাধুলোর সুযোগ থেকে বঞ্চিত হ‌ওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। এর ফলে শিশুদের মধ্যে স্থূলতা, ফিটনেসের অভাব বাড়ছে বলে বিশেষজ্ঞদের অনুমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: খেলার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন ক্লাবকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিচ্ছে। তবে তাতে খেলার মান কতটা বেড়েছে তা নিয়ে বিতর্ক আছে। সেই সঙ্গে খেলাধুলো নিয়ে আরেকটি বড় সঙ্কটের বিষয় হিসেবে উঠে আসছে ধীরে ধীরে খেলার মাঠের সংখ্যা কমে যাওয়া। মফস্বল, গ্রামে কিছু বছর আগেও যে মাঠগুলোতে বিকেল বেলায় দাপিয়ে খেলত ছেলেপুলেরা তার একাংশ ইতিমধ্যেই দখল করে ইমারত গড়ে উঠেছে। আবার অনেক খেলার মাঠ দখল করে শুরু হয়েছে গার্ডেনিংয়ের ব্যবসা। সব মিলিয়ে চারিপাশে খেলাধুলো বিরোধী মনোভাব যেন ক্রমশ প্রবল হয়ে উঠছে।
advertisement

আরও পড়ুন: কল থেকে জল পড়ে না, বাধ্য হয়ে কুয়োর নোংরা জলে মিটছে তৃষ্ণা!

খেলার মাঠ কমে যাওয়ার এই বিষয়টি দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটেও বেশ প্রকট হয়ে উঠেছে। শহরের নামকরা প্রতিটি স্কুলের নিজস্ব মাঠ আছে। কিন্তু এই সমস্ত মাঠগুলিতে খেলার চল নেই। হলে এগুলি খেলাধুলার প্রশ্নে হোমেও লাগে না যজ্ঞেও লাগে না অবস্থা। দিনের পর দিন এইভাবে পড়ে থাকার কারণে মাঠ দখল করে গ্যারেজ, ডেকরেটার্সের ব্যবসা, গাড়ি পার্কিং শুরু হয়েছে। যদিও এতে কারোর বিশেষ হেলদোল নেই। উল্লেখ্য বালুরঘাট শহর জুড়ে বিগত কয়েক বছর যাবত একের পর এক বহুতল গজিয়ে ওঠার ফলেও খেলার মাঠের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। এর ফলে ক্রিকেট, ফুটবলের মত আউটডোর স্পোর্টসের খেলার চল ক্রমশল কমছে শহরে।

advertisement

View More

এইভাবে খেলার মাঠ কমে যাওয়া নিয়ে সোচ্চার হয়েছেন জেলার প্রাক্তন খেলোয়াড়রা। বর্তমান প্রজন্ম খেলাধুলোর সুযোগ থেকে বঞ্চিত হ‌ওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। এর ফলে শিশুদের মধ্যে স্থূলতা, ফিটনেসের অভাব বাড়ছে বলে বিশেষজ্ঞদের অনুমান। দ্রুত এই পরিস্থিতির বদল না হলে আগামী দিনে ভয়ঙ্কর পরিণতি হতে পারে বলে তাঁরা সাবধান করে দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটালবাসীর ভোগান্তি অতীত! মাস্টার প্ল্যানের অংশ হিসেবে শুরু হল জরুরি খাল সংস্কারের কাজ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: হারিয়ে যাচ্ছে খেলার মাঠ, কমছে আউটডোর স্পোর্টসের চল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল