ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ বালুরঘাট পুরসভার কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক করেছেন। জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, ‘পুরসভার সঙ্গে বৈঠকে বালুরঘাট শহরে ডেঙ্গি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার মাধ্যমে ডেঙ্গি প্রতিরোধ অভিযান চলবে।’
বালুরঘাট পুরসভার কাউন্সিলর প্রবীর দত্ত জানান, ‘জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকে ডেঙ্গি প্রতিরোধে বিভিন্ন বিষয় উঠে এসেছে। পুরসভা ডেঙ্গি প্রতিরোধ অভিযান চালিয়ে যাচ্ছে।’
advertisement
আরও পড়ুন, বাংলার বঞ্চিতদের নিয়ে দিল্লিতে তৃণমূল, দুপুরে রাজঘাটে ধর্না, আজ কী ঘটতে চলেছে?
আরও পড়ুন, ৭ জেলায় পরিস্থিতির অবনতি! ছুটির দিনে আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যসচিব
দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে ৮ জন এবং গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ৩ জন, অর্থাৎ জেলায় এই মুহূর্তে মোট ১১ ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন। এদিন সাফাই অভিযানের পাশাপাশি, মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়েছে। কোথাও জল জমে না থাকে তা দেখা হচ্ছে।
সুস্মিতা গোস্বামী