TMC in Delhi: বাংলার বঞ্চিতদের নিয়ে দিল্লিতে তৃণমূল, দুপুরে রাজঘাটে ধর্না, আজ কী ঘটতে চলেছে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
দিল্লির রামলীলা ময়দানে অবস্থান-বিক্ষোভের পরিকল্পনাও ছিল তৃণমূল নেতৃত্বের। কিন্তু দিল্লি পুলিশ তার অনুমতি দেয়নি। তখন থেকেই তৃণমূলের অভিযোগ, ভয় পেয়ে ‘দিল্লি চলো’ কর্মসূচিতে বিজেপি বাধা দিতে চাইছে।
নয়াদিল্লি: তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে গত ২১ জুলাই অভিষেক ‘দিল্লি চলো’র ডাক দিয়েছিলেন। ঘোষণা করেছিলেন, গান্ধি জয়ন্তীতে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা-সহ কেন্দ্রীয় বিভিন্ন বঞ্চনার অভিযোগ তুলে দিল্লির রাজপথে সরব হবেন তাঁরা। দিল্লির রামলীলা ময়দানে অবস্থান-বিক্ষোভের পরিকল্পনাও ছিল তৃণমূল নেতৃত্বের। কিন্তু দিল্লি পুলিশ তার অনুমতি দেয়নি। তখন থেকেই তৃণমূলের অভিযোগ, ভয় পেয়ে ‘দিল্লি চলো’ কর্মসূচিতে বিজেপি বাধা দিতে চাইছে।
ইতিমধ্যেই বাংলা থেকে প্রচুর জব কার্ড হোল্ডাররা এসে গিয়েছেন দিল্লিতে। তাদের নিয়েই আজ থেকে শুরু হচ্ছে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি। ২ অক্টোবর গান্ধি জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তৃণমূল সূত্রে খবর, সে ক্ষেত্রে নিরাপত্তার কড়াকড়ি থাকবেই। এর পরেই রাজঘাটে যাবে তৃণমূল কংগ্রেস। মন্ত্রীদের বলা হয়েছে পূর্ব গেট দিয়ে ভিতরে ঢুকতে। বাকিদের স্পেশ্যাল গেট দিয়ে রাজঘাটে যেতে বলা হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে, তৃণমূল ছাত্র শাখা আজ বঞ্চিত জব কার্ড হোল্ডারদের নিয়ে পার্লামেন্ট ভবনের সামনে যাবে তা দেখাতে। কেন্দ্র তাদের টাকা না দিয়ে কীভাবে নতুন প্রাসাদোপম সংসদ ভবন বানাচ্ছে সেটা দেখানো হবে বলে পরিকল্পনা নিয়েছে তারা। এর পাশাপাশি সেন্ট্রাল ভিস্তা ও ভারত মন্ডপম দেখানো হবে বঞ্চিতদের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 10:12 AM IST