Bangla News: ৭ জেলায় পরিস্থিতির অবনতির আশঙ্কা! ছুটির দিনে আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যসচিব

Last Updated:

Nabanna Meeting: ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার মাত্রা ক্রমশই বাড়ছে। ডিভিসি ইতিমধ্যেই তাদের একাধিক জলাধার থেকে জল ছাড়ছে। ফলে DVC সংলগ্ন জেলাগুলিতে জলস্তর বাড়ছে।

নবান্ন। ফাইল ছবি।
নবান্ন। ফাইল ছবি।
কলকাতাঃ ঝাড়খণ্ডে জল ছাড়া নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব।রাজ্যের ৭ জেলায় পরিস্থিতির অবনতির আশঙ্কা। পরিস্থিতি মোকাবিলায় জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে আজ সোমবার ছুটির দিনে জরুরি বৈঠক হবে নবান্নে। ইতিমধ্যেই DVC সংলগ্ন জেলাগুলিতে সর্তকতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।  জল ছাড়ায় একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার মাত্রা ক্রমশই বাড়ছে। ডিভিসি ইতিমধ্যেই তাদের একাধিক জলাধার থেকে জল ছাড়ছে। ফলে DVC সংলগ্ন জেলাগুলিতে জলস্তর বাড়ছে।
আরও পড়ুনঃ কলেজ মোড়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! তুমুল চিৎকার-হাহাকারে সকাল শুরু অফিস পাড়ার
এ দিকে, আবহাওয়াও বিরূপ। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরপরই পরিস্থিতির অবনতি হওয়ার বিষয় মাথায় রেখে ছুটির দিনে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্য সচিব।
advertisement
advertisement
আজ গান্ধিজয়ন্তীর ছুটি। তা সত্ত্বেও সকাল সাড়ে দশ’টা থেকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, এই সাত জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের জরুরী বৈঠক করবেন মুখ্যসচিব। বৈঠকে ডাকা হয়েছে একাধিক দফতরের সচিবদেরও।
Somraj Bandyopadhyay 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: ৭ জেলায় পরিস্থিতির অবনতির আশঙ্কা! ছুটির দিনে আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যসচিব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement