Kolkata: কলেজ মোড়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! তুমুল চিৎকার-হাহাকারে সকাল শুরু অফিস পাড়ার
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Salt lake Bus Accident: বাসটি ঝিলের দিক থেকে কলেজ মোড়ের দিকে আসছিল। অন্যদিকে, গাড়িটি ইলেকট্রনিক কমপ্লেক্স থানার দিক থেকে কলেজ মোড়ের দিকে আসছিল।
কলকাতাঃ সাত সকালে কলেজ মোড়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। আজ সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সেক্টর ফাইভে। সামনে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া গাড়িকে বাঁচাতে গিয়ে বেসরকারি বাসটি উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি ঝিলের দিক থেকে কলেজ মোড়ের দিকে আসছিল। অন্যদিকে, গাড়িটি ইলেকট্রনিক কমপ্লেক্স থানার দিক থেকে কলেজ মোড়ের দিকে আসছিল। সেই সময়ে গাড়িটি আচমকা ব্রেক মারে। ফাঁকা রাস্তা হওয়ায় কেবি ১৬ রুটের বাসটির গতিও বেশ বেশি ছিল। সামনে গাড়ি দাঁড়িয়েছে দেখে বাসও শাটল ব্রেক মারে। কিন্তু বৃষ্টির জেরে রাস্তা ভিজে থাকায় উল্টে যায় বাসটি।
advertisement
আরও পড়ুনঃ আকর্ষণীয় নারী হয়ে উঠবেন কীভাবে, মেনে চলুন কিছু টিপস, ব্যক্তিত্বময়ী হয়ে উঠবেন নিশ্চিত
বাসের চালক ও গাড়ির চালক উভয়েই আহত হয়েছেন। গাড়ি চালকের আঘাত গুরুতর। বাসে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তারাও কম বেশি সকলেই আহত হয়েছেন। বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটিও।
advertisement
এ দিন দুর্ঘটনার পরে সাময়িকভাবে একটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও রাস্তার অপর লেন দিয়ে গাড়ি চলাচল করছিল স্বাভাবিক গতিতেই। তবে একে খুব সকাল, অন্যদিকে গান্ধি জয়ন্তী হওয়ায় বহু অফিস আজ ছুটি, তাই গাড়ির চাপ অনেকটাই কম ছিল। তাই যানজট হয়নি সেভাবে। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাস এবং গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 9:09 AM IST