আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাব মেটাতে জল ছাড়ছে ডিভিসি
শুক্রবার হিলির তিওর কৃষ্ণা অষ্টমী স্কুলে বিদ্যুৎ নিরাপত্তা বিষয়ক এই আলোচনা সভা আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেফটি অফিসার শুভদীপ ব্যানার্জি, অনির্বাণ সরকার, ম্যানেজার ইনচার্জ সহ বিদ্যুৎ দফতরের অন্যান্য আধিকারিকরা। তাঁরা বলেন, দুর্ঘটনাগুলো মূলত বাড়ির ভেতরেই ঘটে চলেছে। এই বিষয়ে কিছু অস্পষ্ট ধারণা বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে পরিবারের বড়দের সচেতন করার জন্য স্কুল পড়ুয়াদের বেছে নেওয়া হয়েছে। তারা সচেতন হলে সহজেই বাড়ির বড়দের বিষয়টি বুঝিয়ে বলতে পারবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে প্রায় তিনশোটির উপর স্কুল আছে। সবকটি স্কুলেই বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে এই বিষয়ে সচেতনতা শিবির করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। কারণ ভুলবশত বিদ্যুৎস্পৃষ্ঠ হলে অসাবধানতার কারণে অঙ্গহানি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হচ্ছে। বিদ্যুৎ দপ্তরের বিশেষজ্ঞদের অভিমত একটু সতর্ক থাকলেই এই সংক্রান্ত দুর্ঘটনাগুলো সহজেই এড়ানো যায়। সেই কারণেই মানুষের মধ্যে সতর্কতার বিষয়গুলো ছড়িয়ে দিতে চাইছেন তাঁরা।
সুস্মিতা গোস্বামী