West Bardhaman News: দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাব মেটাতে জল ছাড়ছে ডিভিসি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
বৃষ্টি হলেও তা পর্যাপ্ত নয়। ফলে দক্ষিণবঙ্গে চাষ নিয়ে সমস্যায় পড়ছেন কৃষকরা। ফসল উৎপাদনে ক্ষতি ঠেকাতে এবার জল ছাড়া শুরু করল ডিভিসি
পশ্চিম বর্ধমান: দেশের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি। এমনকি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতে নাজেহাল হচ্ছে মানুষ। কিন্তু দক্ষিণের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। এখানে বৃষ্টি হলেও তা পর্যাপ্ত নয়। ফলে ক্ষতি হচ্ছে কৃষি কাজে। তবে কৃষকদের জল সেচের সমস্যা অনেকটাই এবার দূর হতে চলেছে। খারিফ শস্য চাষের কথা মাথায় রেখে ডিভিসি দুটি জলাধার থেকে লাগাতার জল ছাড়বে বলে ঘোষণা করেছে।
আরও পড়ুন: ইংলিশ চ্যানেল জয়ী সায়নীর আত্মজীবনী
দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হওয়ায় জল সেচের জন্য জলের চাহিদা তুঙ্গে উঠেছে। এই ব্যাপারে রাজ্যের সেচ দফতরও বিশেষ উদ্যোগ নেয়। ডিভিসি-এর কাছে এই ব্যাপারে আবেদন জানানো হয়। বিষয়টি নিয়ে রাজ্য সেচ দফতর ও ডিভিসির যৌথ পর্যালোচনা কমিটি বৈঠকে বসে। সেই বৈঠকেই রাজ্যের কয়েক লক্ষ হেক্টর কৃষি জমির জন্য জল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, ছ’দিন জল দেবে ডিভিসি। তারপর পরিস্থিতি বুঝে আবার ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
গত বুধবার এই বৈঠকে জল দেওয়ার বিষয়টি অনুমোদিত হয়েছে। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। বুধবারের বৈঠকের পর বৃহস্পতিবার থেকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। দুটি জলধার থেকে ছাড়া হচ্ছে জল। জানা গিয়েছে বৃহস্পতিবার পাঞ্চেত থেকে ১,২০০ কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে, মাইথন থেকে ছাড়া জলের পরিমাণ ৪,০০০ কিউসেক। আগামী মঙ্গলবার পর্যন্ত টানা জল ছাড়া হবে। তারপর পরিস্থিতি কেমন দাঁড়ায় তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে ডিভিসি।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 8:37 PM IST