আরও পড়ুন: ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত ডেবরা হাসপাতাল
এই সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। কলেজ কর্তৃপক্ষের দাবি, উত্তরবঙ্গে এই প্রথম এমন আন্তর্জাতিক স্তরের সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। সেমিনারের প্রথম দিনে বালুরঘাট সহ মুর্শিদাবাদ, মহারাষ্ট্র, পুনে, বাংলাদেশ এবং জর্ডন থেকে অনলাইনে বিভিন্ন নামকরা গবেষক ও শিক্ষাবিদরা এই সেমিনারে অংশগ্রহণ করেন। পূর্ব মেদিনীপুরের জগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালের অধ্যক্ষ প্রদীপ্ত কুমার মিশ্র, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাপি মিশ্র প্রমুখরা এখানে তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
advertisement
জাতীয় শিক্ষানীতি ২০২০ নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ন্যাকের কার্যকলাপ সম্পর্কে অবগত করা হবে সেমিনারে অংশ নেওয়া পড়ুয়াদের। কলেজ পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্তর্জাতিক সেমিনারে আলোচনার যে নির্যাস উঠে আসবে তা ভারতের উচ্চশিক্ষা চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এমন সেমিনারের মাধ্যমে সেই বিষয়ে পড়ুয়া ও অধ্যাপকরা বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।
সুস্মিতা গোস্বামী