তাপসের বাড়ি বংশীহারীর বদলপুরে এবং আশুতোষের বাড়ি কুশমণ্ডির হাসরোলে। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই জখম দুজনকেই চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতাল নিয়ে আসা হয়। দু’জনের মধ্যে আশুতোষের অবস্থায় আশঙ্কাজনক। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে তার। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাক্টর চালক।
আরও পড়ুন: রাজমিস্ত্রীর কাজ আর ফিরলেন না ব্যক্তি! ভয়ঙ্কর কাণ্ড ডায়মন্ডহারবারে
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক ও ট্রাক্টরটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য বালুরঘাট হিলি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন: জয়নগরে গরু-দৌড়! রইল এই অভিনব প্রতিযোগিতার ভিডিও
এবিষয়ে স্থানীয় বাসিন্দা শীতল সরকার বলেন, “ট্রাক্টর ও মোটরবাইটি বালুরঘাট থেকে হিলি অভিমুখে যাচ্ছিল। যাওয়ার পথে অমৃতখন্ড পঞ্চায়েত অফিসের সামনে থাকা স্পিড ব্রেকার পার হতে গিয়ে বাইকটি ইঁট বোঝায় ট্রাক্টরের নীচে চাপা পড়ে যায়।
ঘটনায় গুরুতর জখম হয় দুই আরোহী। বিষয়টি নজরে আসতেই সকলে মিলে তাদেরকে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে এবিষয়ে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী