ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ নং ব্লকের হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটেরবাড়ি এলাকায়। প্রকাশ্য রাস্তায় এক যুবতীর সঙ্গে এই ধরনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবতীর সঙ্গে এমন আচরণের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষেরা আটক করে জনৈক ওই যুবককে। তারপর অভিযুক্ত ওই যুবককে ধরে মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ওই এলাকায় ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করে এলাকাবাসীদের হাত থেকে।
আরও পড়ুন: কী কাণ্ড! এ যেন সিনেমা... তরতর করে হাজার ফিট উঁচু জলের ট্যাঙ্কিতে চড়ে বসলেন মহিলা! তারপর?
তবে সেই উদ্ধার করার সময় পুলিশের সঙ্গে সাময়িক বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বেশ কিছু মানুষ। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, মূলত সেই উদ্দেশ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ১৩ জন মহিলা-সহ মোট ১৮ জনকে আটক করে। থানায় নিয়ে আসার খানিক পরে অবশ্য তাঁদের ছেড়েও দেয় মাথাভাঙা থানার পুলিশ।
Sarthak Pandit