Heatwave Alert: গনগনে গরম... হাওয়ার হলকা...! তুমুল তাপপ্রবাহ থেকে বাঁচবেন কী করে? বিশেষজ্ঞের পরামর্শ জেনে সতর্ক হন আজই

Last Updated:

Heatwave Alert: নাক দিয়ে রক্ত পড়া, মাথা ব্যাথা, গা গুলিয়ে ওঠা ছাড়াও আশঙ্কা থাকছে সান স্ট্রোকের। আর যাদের একান্তই বাইরে বের হতে হচ্ছে তাদের বেলা দশটার পর থেকে মুখ চোখ উন্মুক্ত করে রাস্তায় বেরোনো দায়

+
বিশেষজ্ঞের

বিশেষজ্ঞের পরামর্শ জেনে সতর্ক হন আজই

বাঁকুড়া : রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণের প্রায় সবকটি জেলাতেই আগামী কয়েকদিন তুমুল দাবদাহের পূর্বাভাস। সেই সঙ্গে বইবে লু। গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে বাঁকুড়া জেলায়। কঠোর সূর্যের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। বেলা দশটার পর থেকেই শুরু হচ্ছে সূর্যের তাণ্ডব। রেহাই পেতে একপ্রকার গৃহবন্দি হয়েছেন সাধারণ মানুষ।
তাপপ্রবাহজনিত কারণে বিভিন্ন শারীরিক সমস্যার মুখে পড়ছেন অনেকেই। নাক দিয়ে রক্ত পড়া, মাথা ব্যাথা, গা গুলিয়ে ওঠা ছাড়াও আশঙ্কা থাকছে সান স্ট্রোকের। আর যাদের একান্তই বাইরে বের হতে হচ্ছে তাদের বেলা দশটার পর থেকে মুখ চোখ উন্মুক্ত করে রাস্তায় বেরোনো দায়। শরীরে অনুভূত হচ্ছে প্রচণ্ড উত্তাপ। যেন গরম চুল্লির মধ্যে ঢুকে গেছে সমগ্র জেলা।
advertisement
advertisement
এ বিষয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, এই গরমে নতুন সংযোজন হয়েছে পেটের সমস্যা। তাছাড়াও আশঙ্কা থাকছে মারণ সানস্ট্রোকের এবং সান ক্রাম্পের।
advertisement
যথাসম্ভব উন্মুক্ত শরীর ঢেকে রাস্তায় বেরোতে হবে। নিজের জল নিজেকে বহন করতে হবে যাতে রাস্তার জল পান না করতে হয় এবং ঘনঘন ওআরএস পান করতে হবে। যথাসম্ভব চেষ্টা করতে হবে যাতে সূর্যের রোদ কোন ভাবে শরীরে না লাগে।
advertisement
এই মুহূর্তে গরমে শারীরিক সমস্যা নিয়ে কেউ ভর্তি না হলেও মেডিকেল আউটডোরে গরম সংক্রান্ত সমস্যা নিয়ে জমা হচ্ছেন রোগীরা। সার্বিকভাবে বাঁকুড়া জেলায় আবহাওয়ার পরিস্থিতি যথেষ্ট খারাপ। তারমধ্যে আরও বাড়বে উত্তাপ এমনটাই জানা যাচ্ছে। তাই নিজেদের রক্ষা করার জন্য বেলা দশটা এগারোটার পর থেকেই গৃহবন্দি হচ্ছেন সাধারণ মানুষ।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heatwave Alert: গনগনে গরম... হাওয়ার হলকা...! তুমুল তাপপ্রবাহ থেকে বাঁচবেন কী করে? বিশেষজ্ঞের পরামর্শ জেনে সতর্ক হন আজই
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement