Viral Video || Ranaghat Local: 'গায়ে তো মোষের মতো শক্তি...!’ তরুণীর সঙ্গে মহিলা চেকারের ধুন্ধুমার! রানাঘাট লোকালের ভাইরাল ভিডিওতে নেটপাড়ায় ঝড়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video || Ranaghat Local Viral: কিন্তু বিনা টিকিটে ধরা পড়লে যেমন জরিমানা দিতে হতে পারে, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে, তেমনি তো হয় চরম হেনস্থাও! এবার এই রাজ্যেই ট্রেনে দেখা গেল তেমনই এক দৃশ্য যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
ভাইরাল ভিডিও: টিকিট না কেটেই ট্রেনে মহিলা যাত্রী। হাতে নাতে ধরা পড়তে হল মহিলা টিকিট চেকারের কাছে। টিকিট চেকারের মুখোমুখি হতেই কার্যত টেনে হিঁচড়ে ঘাড় ধাক্কা দিয়েই ওই যাত্রীকে আসন থেকে তুলে নামতে বাধ্য করলেন তিনি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে রানাঘাট লোকালে। এই ঘটনায় দুই মহিলার হাতাহাতি চরমে পৌঁছয়। তারই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
টিকিট না কেটে ট্রেনে ওঠা দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে মোটা টাকার জরিমানা দিতে হয় রেলকে। কিন্তু তারপরেও মানুষ টিকিট না কেটে ট্রেনে ওঠেন। ভাগ্যের দোহাই দিয়ে সফর করেন। ধরা পড়লে ফাইন দেবেন অথবা তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে পড়বেন এমনই হয়তো ভেবে রাখেন তাঁরা। কিন্তু বিনা টিকিটে ধরা পড়লে যেমন জরিমানা দিতে হতে পারে, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে, তেমনি তো হয় চরম হেনস্থাও!
advertisement
advertisement
এবার এই রাজ্যেই ট্রেনে দেখা গেল তেমনই এক দৃশ্য যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যায় কী ভাবে টিকিট না কাটা যাত্রীকে টেনে-হিঁচড়ে সিট থেকে তুলে দেওয়া হল। দেখা যায় এক তরুণীকে হাত ধরে টেনে তুলছেন মহিলা টিকিট চেকার। কিন্তু কিছুতেই হাতাহাতিতে তার সঙ্গে শক্তিতে পেরে উঠছেন না ওই টিকিট চেকার। টিকিট পরীক্ষক একরকম ঘাড় ধাক্কা দিয়েই ওই যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দিলেন এরপরে। জানা গিয়েছে, ঘটনাটি রানাঘাট লোকালে ঘটেছিল। তার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
advertisement
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় ট্রেনে দুই মহিলার মধ্যে তীব্র টক্কর চলছে, একদিকে কোথায় অন্যদিকে হাতাহাতিতে। কোথায় বোঝা যায় কম বয়সি মহিলা টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েছেন। আর তাঁর জামা ধরে তাঁকে ট্রেন থেকে নামানোর চেষ্টা করছেন ওই টিকিট পরীক্ষক। চরম কথা-কাটাকাটি চলছে দুজনের মধ্যে। চেকারকে ওই যাত্রী বলছেন, “আমি আপনার শক্তির সঙ্গে পেরে উঠব না ম্যাডাম। আমি নামব! আমাকে ছেড়ে দিন, যেতে দিন। আমি তো আগেই নেমে যেতে চেয়েছিলাম, আপনি আমাকে যেতে দেননি।”
advertisement
advertisement
মেয়েটি চেকারের হাত থেকে কোনোরকমে নিজেকে বাঁচান। তারপরে ট্রেনের দরজার সামনে গিয়ে আবার বলতে থাকেন, “আপনার শক্তির সঙ্গে আমি কি কখনও পেরে উঠি?” তা শোনার পরে টিকিট পরীক্ষক বলে ওঠেন, “গায়ে তো মোষের মতো শক্তি!” সে সময় ক্যামেরায় তুলে ধরা হয় ট্রেনের অন্যান্য যাত্রীদের সহাস্য বদন। সহযাত্রীরা বলতে থাকেন, “ওকে রানাঘাটে নিয়ে গেলেই তো হয়ে যায়।”
advertisement
টিকিট পরীক্ষক রেগে গিয়ে তীব্র ভর্ৎসনা করেন ওই যাত্রীকে। বলেন, “নির্লজ্জ বেহায়া মেয়ে! বিনা টিকিটে ট্রেনে চেপেছে।” তিনি আরও জানান যে, ওই যাত্রী হাসপাতালে চাকরি করেন, তা-ও ট্রেনের টিকিট কাটেন না। ভিডিয়োটি ইস্টাগ্রামে কলকাতা চিত্রগ্রাফি নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্রেডিট হিসেবে দেবশ্রী নামের এক মহিলাকে ধন্যবাদ জানানো হয়েছে।
advertisement
বহু মানুষ এই ভিডিয়ো দেখেছেন। মজাদার সব কমেন্টও করেছেন। একজন লিখছেন, “মানুষ ১০ টাকার টিকিট না কেটে এই ভাবে মান-সম্মান ধুলোয় মেশাতে ভালবাসেন।” আর একজন অবশ্য এমনও লিখেছেন, টিকিট কাটেনি তো কী হয়েছে! লোকেরা কত চুরি করে ফাঁক করে দিচ্ছে, আর একটা ট্রেনের টিকিটের জন্য নাটক!"
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 6:29 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video || Ranaghat Local: 'গায়ে তো মোষের মতো শক্তি...!’ তরুণীর সঙ্গে মহিলা চেকারের ধুন্ধুমার! রানাঘাট লোকালের ভাইরাল ভিডিওতে নেটপাড়ায় ঝড়