Toilet Interesting Facts: শপিং মলের Toilet-এর দরজা নিচ থেকে খোলা থাকে কেন...? চমকে দেবে ৫ কারণ! ৩ নম্বর কারণেই ঝটকা! তাজ্জব হবেন শুনলে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Toilet Interesting Facts: বেশিরভাগ ক্ষেত্রেই শপিং মলের টয়লেটের দরজাগুলি একদমই আলাদা ধরণের হয়।পাশাপাশি কেতাদুরস্ত কর্পোরেট অফিসগুলিতেও এমনটাই দেখা যায়। আপনিও নিশ্চই জানেন না এই দরজাগুলি এমন ধরণের হওয়ার পিছনের আসল কারণটি কী।
আমরা প্রায়ই আজকাল নিয়মিত শপিং মলগুলিতে অথবা বিলাসবহুল ব্র্যান্ডেড দোকানগুলিতে যাই। কিন্তু কখনও কী সেখানে টয়লেটগুলি লক্ষ্য করেছেন? যদি খেয়াল করেন তাহলে দেখবেন এইসব টয়লেটগুলোর গেটের ডিজাইন আমাদের বাড়িতে টয়লেটের দরজা সাধারণত যেমন থাকে ঠিক সেরকম নয়। এগুলি একটি বিশেষ উপায়ে তৈরি করা হয়। এর কারণ কি আপনি জানেন?
advertisement
advertisement
advertisement
advertisement
১) নিরাপত্তাজনিত কারণ টয়লেটের দরজায় এমন ফাঁক থাকায় টয়লেট ব্যবহার করার সময় যদি কোনও ব্যক্তির স্বাস্থ্যের অবনতি হয় তবে তাঁকে সহজেই বাইরে নিয়ে যাওয়া যায়। শিশুরাও অনেক সময় তাদের বাবা-মায়ের সঙ্গে শপিং মলে আসে। যদি কোনও কারণে তারা টয়লেটে থাকা অবস্থায় সেগুলি লক হয়ে যায়, কোনও সমস্যা ছাড়াই তাদেরও বের করে নেওয়া যেতে পারে সহজেই। অর্থাৎ এমন দরজার পিছনে রয়েছে নিরাপত্তার বড় কারণ।
advertisement
২) পরিষ্কার করার কোন সমস্যা নেই মাল্টিপ্লেক্স বা শপিং মলের টয়লেটগুলিতে প্রতিদিনই প্রচুর মানুষ ব্যবহার করে থাকেন। এই অবস্থায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। তাই শৌচাগারের দরজাগুলিকে এই ভাবে ডিজাইন করা হয়েছে। যদি গেটটি নিচ থেকে কাটা হয়, তাহলে এটি সহজেই মুছে ফেলা যায়। এভাবে টয়লেটও অপেক্ষাকৃত অনেক বেশি পরিষ্কার থাকে।
advertisement
advertisement
advertisement