প্রাথমিক অবস্থায় জানতে পারা গিয়েছে, মায়ের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলার জেরেই মায়ের হাতে খুন হতে হয়েছিল মেয়ে অর্পিতা মল্লিককে। ঘটনা ঘিরে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। মৃতার কাকা বিমল মল্লিক এই গোটা বিষয়টি নিয়ে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে মূলত তিনজন অভিযুক্তের নাম লেখা হয়েছিল। ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে পাওয়া অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করে মেখলিগঞ্জ থানার পুলিশ।
advertisement
তবে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পরে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশি জেরায় অর্পিতার মা জানিয়েছেন, "সামসের আলমের সঙ্গে তাঁর নয়, বরং মেয়ে অর্পিতার সম্পর্ক ছিল। তবে সেটা কেউ আন্দাজ করতে পারেননি আগে। ঘটনার দিন, অর্থাৎ, সোমবার বাড়ির রান্না ঘরের সামনে হঠাৎ করেই নিজের মেয়েকে এবং ওই ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে যান তিনি। এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে না পেরেই মেয়েকে বাটাম দিয়ে মেরেছিলেন।"
ইতিমধ্যেই বেশ কয়েকটি রিসর্টের সামনে তোলা অর্পিতার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, "সামসের নামের ওই জনৈক ব্যক্তি অর্পিতাদের বাড়ির বেশ কয়েকজনকে কয়েকটি ট্রাক কিনে দিয়েছেন। এমনকি, অর্পিতার নাম দিয়ে একটি ধর্মকাটাও তৈরি করেছেন ওই জনৈক ব্যক্তি। এছাড়াও সামসেরই নাকি অর্পিতাকে দেড় লক্ষেরও বেশি টাকা দিয়ে একটি আইফোন কিনে উপহার দিয়েছিলেন। ওই ব্যক্তির সঙ্গেই অর্পিতা নাকি বিভিন্ন রিসর্টে ঘুরতে যেত।"
Sarthak Pandit