হোম /খবর /কলকাতা /
বন্ধুর সদ্য বিয়ে করা বউয়ের শরীরে 'হাত'! তারপর থেকে উধাও যুবক, মেলেনি লাশ-ও

Friend | Murder: বন্ধুর সদ্য বিবাহিত স্ত্রীয়ের শরীরে 'হাত'! তার পরিণামে যা হল, তা-ও এই কলকাতার বুকে... শুনলে আঁতকে উঠবেন

সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে বন্ধুর কু-ব্যবহার। সেটা সহ্য করতে না পেরেই বন্ধুকে পিটিয়ে খুন। খুন করে দেহ এমন ভাবে লোপাট করেছিল, যা এখনও পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি।

  • Share this:

কলকাতা: নাম ঝুন্নু রাণা। গত ৩ মার্চ বন্ধু রব্বানির মোটরবাইকের পিছনে বসে তাঁর বাড়ি গিয়েছিল সে। ওই শেষ। এরপরে আর তার খোঁজ মেলেনি। অবশেষে পুলিশের ত‍ৎপরতায় রহস্যভেদ। জানা গিয়েছে, বন্ধু রব্বানির অনুপস্থিতিতে নাকি তাঁর সদ্য বিবাহিত স্ত্রীয়ের সঙ্গে অশালীন আচরণ করেছিলেন ঝুন্নু। শ্লীলতাহানিরও চেষ্টা করেছিলেন। তারই পরিণতিতে তাঁকে পিটিয়ে খুন করে রব্বানি ও তঁর স্ত্রী। তদন্তে নেমে রব্বানি ও তাঁর স্ত্রী নূর আয়েশাকে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় ঝুন্নুকে খুনের কথা স্বীকার করেছেন রব্বানি।

কারণ হিসাবে রব্বানি জানিয়েছেন, ঘটনার দিন, অর্থা‍ৎ, ৩ মার্চ, ঝুন্নুকে নিয়ে নিজের বাড়িতে গিয়েছিলেন তিনি। বাড়িতে পৌঁছলে তাঁর স্ত্রী জানান, বাড়িতে চা-এর পাতা নেই। কিনতে হবে। এরপরেই চা-এর পাতা আনতে দোকানে যান রব্বানি। অভিযোগ, এই সুযোগে বন্ধুর স্ত্রীয়ের সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন ঝুন্নু। রব্বানি ফিরে ঝুন্নুকে ওই অবস্থায় দেখে বেধড়ক মারধর শুরু করে। হাত লাগায় রব্বানির স্ত্রী-ও। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঝুন্নুর।

আরও পড়ুন: উইকেন্ডে বড় প্ল্যান! ভেস্তে দিতে পারে তুমুল ঝড়-বৃষ্টি, দেখে নিন আগামী ৭২ ঘণ্টার ওয়েদার অ্য়ালার্ট

পুলিশ ফ্ল্যাটের সামনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পেরেছে, রব্বানি এবং ঝুন্নু দুজন মিলে তার ফ্ল্যাটে ঢুকেছিল। তারপর কয়েক ঘণ্টা পরে দেখা যায়, রব্বানি এবং তাঁর স্ত্রী ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছেন। রব্বানি স্বীকার করেছেন, ঝুন্নুকে খুন করার পরে একটি কম্বলে দেহ জড়িয়ে একটি নীল ড্রামের ভিতরে ভরে রেখেছিলেন তিনি। তারপর রব্বানি তাঁর মামা শেখ রিয়াজের সহযোগিতায় একটি প্যাডেল রিক্সা ভ্যানে করে ওই ড্রাম নিয়ে যায় সায়েন্স সিটির কাছে আম্বেদকর ব্রিজে যান। সেই ব্রিজ থেকে দেহটি খালের মধ্যে ফেলে দেন তাঁরা। সিসি ক্যামেরার সেই ফুটেজেও দেখা গিয়েছে।

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান! কলকাতা মেট্রোয় যাত্রী পরিষেবায় এবার থেকে চলবে অত্যাধুনিক ডালিয়ান রেক

রব্বানির ফ্ল্যাটের দেওয়ালে রক্তের দাগ রং দিয়ে মুছে দেয় ইমরান নামে আরেকটি ছেলে। তারপর ৫ মার্চ ইমরান মালদহের এক রোগীর পরিবারকে ফ্ল্যাটটি পাঁচ হাজার টাকায় ভাড়া দিয়ে দেয়। ঘটনার দিন রব্বানি ও আয়েশা প্রথমে বেঙ্গালুরু যায়, তারপর চলে যায় দিল্লি। অবশেষে পুলিশ ফোন নম্বর ট্র্যাক করে ওঁদের দিল্লি থেকে গ্রেফতার করে। পুলিশ ইমরান ও শেখ রিয়াজকেও গ্রেফতার করেছে। তবে এখনও পর্যন্ত ঝুন্নুর দেহ ওই খাল থেকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

Published by:Satabdi Adhikary
First published: