Kolkata Metro Rail | Dalian Rake: দীর্ঘ অপেক্ষার অবসান! কলকাতা মেট্রোয় যাত্রী পরিষেবায় এবার থেকে চলবে অত্যাধুনিক ডালিয়ান রেক
- Reported by:Sanhyik Ghosh
- Published by:Satabdi Adhikary
Last Updated:
কলকাতাবাসীর জন্য আসা নতুন এই রেক বর্তমানে শুধুমাত্র নর্থ সাউথ বা ব্লু লাইনে চললেও পরবর্তীতে নবনির্মিত লাইনগুলিতেও ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে।
advertisement
দমদম স্টেশন থেকে বিকেল সাড়ে ৫ টা নাগাদ ছাড়ে নতুন এই ডালিয়ান রেক। করোনা অতিমারির আগেই এই অত্যাধুনিক রেক কলকাতা মেট্রোয় চালানোর কথা ভাবা হয়েছিল। কিন্তু, তার পরে সময় লেগে গিয়েছে তুলনায় অনেকটাই। চিন থেকে আমদানি করা এই রেক কলকাতা মেট্রোর যাত্রী স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়াতে পারবে বলে মনে করছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
advertisement
advertisement
বর্তমানে কলকাতা মেট্রোয় চলা এসি রেকগুলির তুলনায়, এই ধরনের রেকে ১০০ মিলিমিটার বেশি চওড়া দরজা রয়েছে। তাছাড়াও, বসার জায়গাও বেশ প্রশস্ত। উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বাইরের শব্দ কমানোর মতো অত্যাধুনিক প্রযুক্তি এবং আলোকসজ্জা মেট্রো রেলের যাত্রীদের স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়াতে পারবে বলে মনে করা হচ্চে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







