জানা গিয়েছে, টোটোর মধ্যে যাত্রী ছিলেন মোট চারজন এবং একজন ছিলেন একজন ছিলেন চালক। অসম-বাংলা সীমানার জোড়াইমোড় নাকা চেকিং পয়েন্টে এই গাঁজা পাচারকারীদের হাতেনাতে ধরে ফেলে বক্সিরহাট থানার পুলিশ।
আরও পড়ুনঃ কন্যা সন্তানদের জন্য এই ১০ বিনিয়োগ পরিকল্পনা রাখুন, যা দেবে আজীবনের সুরক্ষা
স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, টোটোটি অসমের দিক থেকে আসছিল। সেই সময় টোটোটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে যাত্রীদের কাছ থেকে ৫১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। তিন মহিলা, চালক সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ধৃত ওই পাঁচজন পাচারকারী অসমের বাসিন্দা। অসমের রঙ্গিয়া থেকে এত বিপুল পরিমাণে গাঁজা গুলি আনা হয়েছিল। এবং সম্পূর্ন গাঁজা মুর্শিদাবাদে পাচার করার পরিকল্পনা ছিল এই পাচারকারীদের।"
advertisement
তবে বর্তমানে ধৃত সকল পাচারকারীদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দ্রুত এই সকলকে আদালতে তোলা হবে। তবে এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। অন্য কেউ বা কোনও দল এই পাচারের সঙ্গে যুক্ত রয়েছে কিনা এবং শুধুমাত্র মুর্শিদাবাদেই, নাকি অন্য কোথাও এই গাঁজা পাচার করার পরিকল্পনা ছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকা গুলিতে পুলিশ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছে তার জেরে খুশি কোচবিহারের বাসিন্দারা। কোচবিহার জেলা একদম সীমান্ত লাগোয়া হওয়ায় পাচারকারীরা এখানে অনেক বেশি সক্রিয়। তবে পুলিশ ও সক্রিয়তার সঙ্গে বিভিন্ন গোপন অভিযানের মাধ্যমে পাচারকারীদের আটক করে চলেছে প্রতিনিয়ত।
Sarthak Pandit