নিজেদের সাধ্যের সামান্য বাজেটের মধ্যে এবছর দারুন আকর্ষণীয় থিম পুজো তৈরি করেছে তারা। আনুমানিক ৪ লক্ষ টাকা বাজেটের মধ্যে এই সম্পূর্ন পুজোর আয়োজন করা হয়েছে। সম্পূর্ন পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে গোটা পুজো মন্ডপটি। গোটা মন্ডপ জুড়ে রয়েছে বাঁশের বিভিন্ন কারুকার্য ও জিনিসপত্র। এছাড়া এই পুজো কমিটির মাতৃ মূর্তি এখানে সাবেকি ধরনের তৈরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ 'পাখি বাঁচাও'! এই থিমেই এবছর বাজিমাত করছে কোচবিহার নিউটাউন ইউনিট
গোটা মণ্ডপ জুড়ে ছড়িয়ে রয়েছে বাঁশের কুলো শুরু করে বাঁশের ডালি। এছাড়াও রয়েছে বাঁশের মাধ্যমে তৈরি কিছু পুতুল। গোটা পুজো মণ্ডপটি ছোট হলেও, একটা অন্যরকম আকর্ষণ রয়েছে পুজো মণ্ডপটির মধ্যে। মাটির গন্ধ মেশানো গ্রাম বাংলার এই পুজো মণ্ডপ স্বল্প বাজেটে তৈরি হলেও নিজের সৌন্দর্যের জন্য প্রচুর দর্শনার্থীদের মন আকর্ষণ করছে।
Sarthak Pandit