এলাকার বাসিন্দা জৈনুদ্দিন মিয়া বলেন, দীর্ঘ সময় জল কষ্ট সহ্য করে দিন কাটাতে হচ্ছে। জলের কল ও পাইপ বসলেও সেখান থেকে জল না পড়ায় টিউবওয়েলই এলাকার মানুষের একমাত্র ভরসা। কিন্তু এই টিউবওয়েল বসানো সবার পক্ষে সম্ভব না হওয়ায় এলাকার বেশিরভাগ মানুষকে দূরের বাজার থেকে জল নিয়ে এসে খেতে হয়।
আরও পড়ুন: অভিষেক ঘুরে যেতেই দেড়শো বছরের অপ্রাপ্তি পূর্ণ হল মাত্র ১৩ দিনে!
advertisement
দীর্ঘদিনের এই সমস্যার জেরে রীতিমত ক্ষুব্ধ এলাকার মানুষ। নিত্যদিনের প্রয়োজনীয় জল নিয়ে কেন এত টালবাহানা? কেন সরকারি আধিকারিকারা এই বিষয়ে ভ্রুক্ষেপ করছেন না? এই সমস্ত প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে স্থানীয় মানুষদের মুখে মুখে। তবে গোটা বিষয়টি নিয়ে কোনরকম শব্দ খরচ করতে নারাজ প্রশাসনিক কর্তারা। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এই জল সমস্যা না মিটলে বিষয়টি শাসকদলের মাথাব্যথা বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সার্থক পণ্ডিত