West Medinipur News: অভিষেক ঘুরে যেতেই দেড়শো বছরের অপ্রাপ্তি পূর্ণ হল মাত্র ১৩ দিনে!

Last Updated:

দেড়শো বছরেও যে সমস্যার সমাধান হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে যাওয়ার পর মাত্র ১৩ দিনে সেই জমির পাট্টা পেলেন মাতকাতপুরের মানুষ

+
title=

পশ্চিম মেদিনীপুর: দেড়শো বছরেও যা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় মাত্র ১৩ দিনে সেই স্বপ্ন পূরণ হল মাতকাতপুরের মানুষের। সম্পতি মেদিনীপুরের সভাস্থলে যাবার সময় হঠাৎই খড়গপুর গ্রামীণ এলাকায় মাতকাতপুরের কাছে থেমেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। অভিষেককে পাশে পেয়ে স্বপ্ন দেখেছিলেন বহু মানুষ। অবশেষে দেড়শো বছরের স্বপ্ন পূরণ হল মাত্র ১৩ দিনে। সেচ দফতরের জায়গায় কাঁসাই নদীর পাড়ে স্থায়ী বসবাসের জন্য জমির পাট্টা পেলেন গ্রামবাসীরা।
প্রসঙ্গত গত ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে রাজনৈতিক সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক সভাতে যোগ দিতে এসে খড়গপুর গ্রামীন থানার মাতকাতপুরে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন তিনি। অভিষেককে পাশে পেয়ে গ্রামবাসীরা জানিয়েছিলেন, কাঁসাই নদীর পাশে দীর্ঘদিন ধরে বাস করছেন কিন্তু তাঁদের কোন পাট্টা না থাকায় সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। শুধু তাই নয়, স্কুল ও বিভিন্ন মাটির বাড়িও ঘুরিয়ে দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই দিন বিষয়টি দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক। এর মাত্র ১৩ দিনের মাথায় অনুষ্ঠান করে পাট্টা তুলে দেওয়া হল মোহনপুর ও মাতকাতপুরের ২১৪ জন বাসিন্দার হাতে। পাট্টা পেয়ে আনন্দিত স্থানীয়রা। পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি, জেলা পরিষদের সহ-সভাধীপতি তথা বিধায়ক অজিত মাইতি, বিধায়ক জুন মালিয়া, মন্ত্রী শিউলি সাহা সহ অন্যরা। এই পাট্টা পাওয়ার ফলে আগামীতে সরকারি সুযোগ-সুবিধা থেকে আর বঞ্চিত হবেন না বলেই মনে করছেন স্থানীয়রা।
advertisement
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: অভিষেক ঘুরে যেতেই দেড়শো বছরের অপ্রাপ্তি পূর্ণ হল মাত্র ১৩ দিনে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement