আরও পড়ুন: সরকারি জমি দখল করে প্রশাসনের নাকের ডাকায় তৈরি হচ্ছে দোকান
কোচবিহারের সোনারি এলাকায় অনাসৃষ্টি নাট্যদল এই বৃদ্ধাশ্রম গড়ে তুলেছে। তারা এত সুন্দরভাবে গোটা বিষয়টি পরিকল্পনা করেছে ও সাজিয়েছে যে তা এমনিতেই বয়স্ক আবাসিকদের মন ছুঁয়ে যেতে বাধ্য। এই উদ্যোগ প্রসঙ্গে কোচবিহার অনাসৃষ্টি নাট্য দলের সভাপতি রুমা দে জানান, বহুদিন ধরে তাঁদের লক্ষ্য ছিল বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রম তৈরি করা। তবে প্রাথমে বৃদ্ধাশ্রমটি গড়ে তোলা হয়েছে। আগামী দিনে অনাথ আশ্রমও গড়ে তোলার চেষ্টা করবেন বলে জানান। যে সকল বৃদ্ধ মানুষেরা এখানে থাকবেন তাঁদের কোনরকম অসুবিধার সম্মুখীন হতে হবে না বলে তিনি আশ্বস্ত করার চেষ্টা করেন।
advertisement
নাট্য দলটির সম্পাদক সুমন্ত সাহা জানান, এই বৃদ্ধাশ্রমে পর্যাপ্ত পরিমাণ ঘরের ব্যবস্থা রয়েছে বয়স্ক মানুষদের থাকার জন্য। এছাড়াও থাকছে সমসময় আয়ার ব্যবস্থা। খাওয়া-দাওয়ার জন্য থাকছে পর্যাপ্ত পরিমাণ আয়োজন। বৃদ্ধাশ্রমটির ঠিক পেছনে তৈরি করা হবে বয়স্কদের জন্য পার্ক। এখানে থাকা বয়স্ক আবাসিকদের জন্য থিয়েটার থেরাপির প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।।
সার্থক পণ্ডিত