Siliguri News: সরকারি জমি দখল করে প্রশাসনের নাকের ডাকায় তৈরি হচ্ছে দোকান
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
সরকারি জমির উপরেই টিন, দড়মা দিয়ে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে স্থায়ী দোকান। এই বিষয়টা নিয়েই আপত্তি স্থানীয়দের।
শিলিগুড়ি: সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে দোকান। প্রশাসনের নাকের ডগায় এইভাবে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণের ঘটনায় প্রশ্ন উঠছে। বটতলার নতুনবাজার ভিডিওকনের মাঠের পাশে যে বাজার আছে সেখানেই ধীরে ধীরে বেদখল হয়ে যাচ্ছে সরকারি জমি। এই নিয়ে স্থানীয়রা প্রশাসনিক দফতরে চিঠিও দিয়েছেন। কিন্তু কারোর হেলদোল নেই বলে অভিযোগ। লকডাউনের পরবর্তী সময়ে ওই জায়গায় সপ্তাহে দু’দিন হাট বসত। কিন্তু সরকারি জমিতে হাটের জায়গায় স্থায়ী দোকান তৈরি হওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ।
প্রসঙ্গত শিলিগুড়ির পূর্ব ধনতলার বটতলা নতুন বাজারে প্রথমে রাস্তার উপরেই বসত হাট। কিন্তু চার লেনের রাস্তা হওয়ার পর হাটটি ওই সরকারি জমিতে স্থানান্তরিত করা হয়। ধীরে ধীরে আয়তনে বেড়ে ওঠে হাট। কিন্তু এখন সেই সরকারি জমির উপরেই তিন দর্মা দিয়ে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে স্থায়ী দোকান। এই বিষয়টা নিয়েই আপত্তি স্থানীয়দের।
advertisement
advertisement
জানা গিয়েছে ওই জায়গাটি পশ্চিমবঙ্গ সরকারের হাউসিং বিভাগের মালিকানাধীন। এইভাবে সরকারি জমি দখল করে বেআইনি দোকান নির্মাণের ক্ষেত্রে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান দিলীপ রায়। এই প্রতিশ্রুতিতে আপাতত ভরসা রাখছেন এলাকার মানুষ। তবে তাঁদের একটাই দাবি, সরকারি জামিই বেদখল করে কোনভাবেই দোকান তৈরি করা চলবে না।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 6:58 PM IST