এই এলাকায় পানীয় জল যেন সমস্ত সমস্যার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ প্রায় ২০ বছর হতে চলল তাঁরা এই কষ্ট ভোগ করছেন! বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। গোটা এলাকায় পানীয় জলের কল হাতেগোনা। আবার সব কল দিয়ে জল পড়ে না। যে কয়েকটি কল দিয়ে জল পড়ে তাতেও রীতিমত লাইন দিয়ে প্রতিদিন সকালে জল নিতে হয়। এই নিয়ে মাঝেমধ্যেই এলাকার মানুষের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয়। জানা গেল, এলাকার বেশিরভাগ বাড়িতে এখনও জলের কানেকশন যায়নি।
advertisement
আরও পড়ুন: মকর সংক্রান্তিতে পিঠে খেতে জেলা শহরেও ভরসা অনলাইন সার্ভিসে!
হতাশার সুরে গ্রামবাসীরা জানালেন, তাঁরা এই সমস্যা নিয়ে একাধিকবার পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু সেখান থেকে প্রতিশ্রুতি মেলা ছাড়া আর কোনও কিছু পাওয়া যায়নি। কাজের কাজ হয়নি এতদিনেও। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই এলাকার বাসিন্দারা ভোট বয়কট করার চিন্তা ভাবনা শুরু করেছেন। তার আগে শেষ বারের মত তাঁরা পানীয় জলের সমস্যা সমাধানের জন্য প্রশাসনের সর্বস্তরে কাতর আর্জি রেখেছেন। তবে এতেও যদি কাজ না হয় তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনে বাধ্য হয়ে তাঁরা ভোট বয়কটের পথে হাঁটবেন বলে জানিয়েছেন গুড়িয়াহাটি পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশ।
সার্থক পণ্ডিত