তনাই বর্মন জানান, "তিনি দিনহাটা মহকুমার সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম থেকে গাছশুদ্ধ তেজপাতা কিনে নিয়ে আসেন। তাতে এক একটি গাছের দাম গড়ে ৩০০ টাকা দিতে হয় তাকে। গড়ে তিন-চারটি গাছের কাঁচা পাতা দু-তিনদিনে শুকিয়ে বস্তাবন্দি করা হয়। এরপর শিলিগুড়ি সহ একাধিক তেজপাতার বাজারে নিয়ে গিয়ে সেই শুকনো পাতা বিক্রি করেন তিনি। শুকনো তেজপাতার কুইন্টাল প্রতি বাজারমূল্য গড়ে সাড়ে ৩ হাজার টাকা। সপ্তাহে তার পক্ষে ২ কুইন্টাল শুকনো পাতা বিক্রির জন্য প্রস্তুত করা সম্ভব হয়। একাজে তার গড়ে সপ্তাহে ৪ হাজার টাকার মতো উপার্জন হয়।"
advertisement
আরও পড়ুন: নতুন বছরে নতুন ব্যবসা শুরু করুন, পুঁজির দরকার নেই, ইন্টারনেট থাকলেই হবে!
আরও পড়ুন: Big News: ন্যাশনাল পেনশন স্কিমে হতে পারে বড় বদল! আপনার উপর কী প্রভাব পড়বে ?
এই ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে যে কেউ স্বনির্ভর হতে পারবেন বলেই তনাই বর্মন জানান। সামান্য পুঁজি বিনিয়োগে এভাবে দশকের পর দশক ধরে তেজপাতা বিক্রি করে উপার্জন করে সংসার চালানোর এঘটনা অন্ততপক্ষে সীমান্তবর্তী দিনহাটা মহকুমায় বিরল বলা চলে। তবে এই এই বয়সে এসেও তার যেনো কোন ক্লান্তি নেই। তিনি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এই তেজপাতা সংগ্রহ করে নিয়ে আসেন। নিজেই সেই তেজপাতা শুকিয়ে বস্তা বন্দী করে বাজারে নিয়ে বিক্রি করেন। তার বাড়ির লোকেদের বক্তব্য, \"তিনি এই কাজ করতে ভালোবাসেন। এবং এভাবেই তিনি রোজগার করে আসছেন দিনের পর দিন। তাই বাড়ির মানুষেরা তাকে আটকান না এই বিষয়ে। এলাকার প্রচুর মানুষেরাও দরকার পড়লেই তার কাছ থেকে তেজপাতা সংগ্রহ করে নিয়ে যান।\"
Sarthak Pandit